আশরাফুল ইসলাম গাইবান্ধা:: গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের আয়োজেন ২০২৩-২০২৪ ইং অর্থ বছরের সরকারি যাকাত ফান্ডে অর্থ সংগ্রহের জন্য উপজেলা যাকাত কমিটির সভা ও উদ্বুদ্ধকরণ সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে ১৯ মার্চ মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসানের সভাপতিত্বে সভায় প্রধান অথিতি হিসাবে বক্তব্য রাখেন পলাশবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ। সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন থানা অফিসার ইনচার্জ আরজু মোঃ সাজ্জাদ হোসেন। এতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার আব্দুল আজিজ, আরো বক্তব্য রাখেন মুফতি মাওলানা মোঃ রবিউল ইসলাম, মাওলানা মোঃ মকবুল হোসেনসহ অন্যান্যরা। এসময় ইসলামিক ফাউন্ডেশনের শিক্ষকগণ,ইমাম,মোয়াজ্জিনসহ স্থানীয় গণমধ্যেমকর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় সরকারি যাকাত ফান্ডে অর্থ সংগ্রহের জন স্থানীয় দানবীর ও যাকাত প্রদানকারীদের সচেতন করতে বিভিন্ন কর্মসূচী পালনের সিদ্ধান্ত গ্রহন করা হয়।
এ জাতীয় আরো খবর..