দিনাজপুরের ঘোড়াঘাটের উপজেলার নির্বাহী কর্মকর্তা ইউএনও ওয়াহিদা থানম ও তার বাবাকে হত্যাচেষ্টা মামলায় স্বীকারোক্তিমুলক জবানবন্দি দিয়েছেন রবিউল। রোববার বিকেলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইসমাইল হোসেনের আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি রেকর্ড করা হয়।
মামলার তদন্ত কর্মকর্তা ডিবির পরিদর্শক ইমাম জাফর জানিয়েছেন, রবিউল একাই হামলা চালিয়েছে বলে স্বীকার করেছে। এসময় তার সাথে কেউ ছিলো না। গত ২ সেপ্টেম্বর দিবাগত রাত ৩টার দিকে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ওয়াহিদা খানম ও তার বাবা ওমর আলীর ওপর হামলা হয়। হামলার ঘটনায় মোট পাঁচ জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এর মধ্যে রবিউল ইসলামকে নিজ বাড়ি থেকে গত ৯ সেপ্টেম্বর আটক করে পুলিশ।
রবিউলের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, চারমাস আগে তিনি ইউএনও ওয়াহিদার ব্যাগ থেকে ৫০ হাজার টাকা চুরি করেছিলেন। সেই ঘটনায় সিসিটিভি ফুটেজ দেখে তাকে শনাক্ত করার পর সাময়িক বরখাস্ত করা হয় এবং তার বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয়। এ ঘটনায় ক্ষোভ থেকেই ইউএনও'র ওপর সে হামলা করেছিল বলে জানিয়েছে পুলিশ।
স্বাধীনবাংলা/ফরহাদ
এ জাতীয় আরো খবর..