×
সদ্য প্রাপ্ত:
চকরিয়ায় যুবদলের দ্বি বার্ষিকী কাউন্সিল সম্মেলন ২০২৪ অনুষ্ঠিত রাঙ্গাবালীতে প্রাথমিকের সহকারী শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের দাবি চকরিয়ায় বাসের ধাক্কায় মোটরসাইকেলের ১ আরোহী নিহত" মহিপুরে চোর চক্রের ৩ সদস্য গ্রেফতার দীর্ঘ ১৬ বছর পর দেশে আসলেন ব্রাহ্মণবাড়িয়া বিএনপি নেতা ইব্রাহিম ফরিদপুর বিসিসি ও পলিটেকনিক ইনস্টিটিউটের সাথে সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষরিত বরিশাল রেঞ্জ ডিআইজির বরগুনা পুলিশের বিশেষ কল্যাণ সভায় যোগদান ভান্ডারিয়াকে বাল্য বিবাহ মুক্ত উপজেলা ঘোষনা রাণীশংকৈলে পুষ্টি বিষয়ক সচেতনামূলক ক্যাম্পেইনিং পুষ্টি মেলার সমাপনী ও পুরস্কার বিতরন গাইবান্ধায় পুকুর থেকে শিশুর মরদেহ উদ্ধার, সৎ মা আটক
  • প্রকাশিত : ২০২৪-০৩-০৮
  • ৬৫ বার পঠিত
চট্টগ্রাম প্রতিনিধিঃ জমকালো আয়োজনে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত চট্টগ্রামের একমাত্র আইপি টেলিভিশন ও নিউজ পোর্টাল সিএইচডি নিউজ২৪'র ২য় বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে। 

বুধবার সন্ধ্যায় নগরীর পলোগ্রাউন্ডস্থ রেলওয়ে অফিসার্স ক্লাবে দর্শক, কলাকুশলী, শুভানুধ্যায়ী ক্যাবল অপারেটর, বিজ্ঞাপনদাতা, প্রতিনিধি ও বিভিন্ন গনমাধ্যমে  কর্মরত গনমাধ্যমের কর্মীদের পদচারণায় মুখর হয়ে ওঠে।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে  কেক কাটেন চসিক মেয়র বীর মুক্তিযোদ্ধা এম রেজাউল করিম চৌধুরী। অনুষ্ঠানে আগত অতিথিরা সিএইচডি নিউজের সম্পাদক মীর আমজাদ হোসেন ও চেয়ারম্যান মাসুদ রানা চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা জানান।

এসময় চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরী বলেন, ‘ বস্তুনিষ্ঠ ও পেশাদার সাংবাদিকতা একটি উন্নত জাতি গঠন ও গণতন্ত্র প্রতিষ্ঠায় সহায়ক ভূমিকা রাখে। সমাজের বিভিন্ন অসঙ্গতি তুলে ধরে গণমাধ্যম সমাজের দর্পন হিসেবে প্রতিষ্ঠিত। মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি হিসেবে গণমাধ্যম দেশের সব ক্রান্তিলগ্নে সামনের কাতারে থাকে।  ‘

২য় বর্ষপূর্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের জিএম নুর আনোয়ার হোসেন রঞ্জু, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক দেবদুলাল ভৌমিক, বিশিষ্ট সাংবাদিক ও তৃণমূলের সাংবাদিকদের বাতিঘর হিসেবে খ্যাত
 " দৈনিক এই বাংলার " নির্বাহী সম্পাদক মোঃ ওয়াহিদুজ্জামান,  চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক মহররম হোসাইন, চট্টগ্রাম প্রেসক্লাবের গ্রন্থাগার বিষয়ক সম্পাদক সোহেল সারোয়ার, রেলওয়ে জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি এস এম পিন্টু, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, পাহাড়তলী থানার এসি মাঈনুর রহমান, রাঙ্গুনিয়ার সরফভাটা ইউনিয়নের ইউপি চেয়ারম্যান শেখ ফরিদ উদ্দিন চৌধুরী, সীতাকুণ্ড জেলা পরিষদ সদস্য আ, ম ম দিলশাদ, খ্যাত নামা রেস্টুরেন্ট লা মেনসার ডিরেক্টর মো: আক্কাস, ফয়সাল ঠাকুর,নোবেল বড়ুয়া,নয়ন বড়ুয়া, সানোয়ারা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবুল মনছুর চৌধুরী এবং সিএইচডি নিউজ ২৪ এর হেড অফ নিউজ মোস্তফা জাহেদ। 

বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের জিএম নুর আনোয়ার হোসেন রঞ্জু বলেন, ‘সরকার অনুমোদিত আইপি টিভি সিএইচডির কলাকুশলীদের নিয়ে বিটিভি চট্টগ্রাম কেন্দ্র  কাজ করেছে। তাদের দক্ষতা ও মেধার বলে প্রতিষ্ঠানটির সুনাম সুনাম সারাদেশে ছড়িয়ে পড়বে। ‘

সাংবাদিক ওয়াহিদ জামান বলেন, ‘ চট্টগ্রামে সাংবাদিকদের পেশাগত প্রশিক্ষণের সুযোগ সীমিত। সেই সীমিত সুযোগ ব্যবহার করে পেশাদার সাংবাদিক তৈরি হচ্ছে চট্টগ্রামে। মেধাবী সাংবাদিক তৈরি প্লাটফর্ম হিসেবে সিএইচডি বিকশিত হবে,এই আশাবাদ ব্যক্ত করছি। ‘

অনুষ্ঠানে আগত অতিথিরা ব্যবসা-বাণিজ্য, রাজনীতি, বিনোদন, ঐতিহ্য, ফ্যাশন, ক্রীড়া, কৃষি, ব্যক্তিত্ব প্রভৃতি বিষয়সহ গণমানুষের বলিষ্ঠ কন্ঠস্বর হিসেবে যেন  সিএইচডি  নিউজ ২৪ আরো কার্যকর ভূমিকা রাখতে পারে সে আশাবাদ ব্যক্ত করেন ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat