×
  • প্রকাশিত : ২০২৩-০৮-০৯
  • ৮৭ বার পঠিত
পূর্ব ইউক্রেনের খারকিভের কুপিয়ানস্ক শহরের কাছে একটি গ্রামে ভয়াবহ হামলা চালিয়েছে রাশিয়া। সেখানে ক্ষেপণাস্ত্র হামলায় তিন বেসামরিক লোক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ৯ জন বলে জানিয়েছে দেশটির আঞ্চলিক প্রসিকিউটর অফিস।

মঙ্গলবার ভোরে চারটি গাইডেড এরিয়াল ক্ষেপণাস্ত্র কুপিয়ানস্ক জেলার ক্রুহলিয়াকিভকা গ্রামে আঘাত হানে। খবর সিএনএনের।

প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার দুপুর পর্যন্ত মৃতের সংখ্যা তিনজন ছিল। এদের মধ্যে একজন ৪৫ বছর বয়সি নারী এবং দুজন পুরুষ রয়েছেন।

আঞ্চলিক প্রসিকিউটর অফিসের তথ্যে বলা হয়েছে, হামলার পর আইন প্রয়োগকারী কর্মকর্তারা এবং রাষ্ট্রীয় জরুরি পরিষেবা দল ঘটনাস্থলে পৌঁছায়। ক্ষেপণাস্ত্র হামলার পর রুশ বাহিনী এমএলআরএস রকেট আর্টিলারি দিয়ে পরে ওই গ্রামে গুলি চালায়। এতে আরও চারজন আহত হয়। তাদের মধ্যে দুই পুলিশ ও দুজন উদ্ধারকর্মী ছিলেন।

প্রতিবেদনে বলা হয়েছে, হামলার পর বেশ কয়েকটি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত এবং বেশ কয়েকটি ভবন আংশিক ধ্বংস হয়ে গেছে।

সাম্প্রতিক কুপিয়ানস্কে রুশ বাহিনীর হামলা বৃদ্ধির পাওয়ায় বাসিন্দাদের অন্যত্র সরিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন ওই অঞ্চলের সামরিক প্রশাসনের প্রধান আন্দ্রি বেসেডিন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat