মাহাবুবুল ইসলাম আবির নিজস্ব প্রতিবেদক :
রাজধানীর দক্ষিণ বাসাবো এলাকা থেকে ৫০ কেজি গাঁজা ও গাঁজা পরিবহনে ব্যবহৃত পিকআপসহ পেশাদার মাদক কারবারি চক্রের দুই সক্রিয় সদস্য গ্রেফতার করেছে ডিএমপির ডিবি-লালবাগ বিভাগ। গ্রেফতারকৃতরা হলো- মোঃ ইব্রাহিম (২৬) ও মোঃ শিপন হোসেন (২৭)।
বুধবার ( ৫ ফেব্রুয়ারি ২০২৫ খ্রি.) ভোর ০৫:০৫ ঘটিকায় দক্ষিণ বাসাবো এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়।
বুধবার ( ৫ ফেব্রুয়ারি ২০২৫ খ্রি.) ডিবি-লালবাগ বিভাগের একটি আভিযানিক দল মহানগর এলাকায় বিশেষ অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, সবুজবাগ থানাধীন দক্ষিণ বাসাবো এলাকায় ২০/১, অতিশ দিপংকর সড়কে বাসাবো বিশ্বরোড ফ্লাইওভার এর পাশে কয়েকজন মাদক কারবারি পিকআপযোগে অবৈধ মাদকদ্রব্য গাঁজা হস্তান্তর করবে। এমন সংবাদের ভিত্তিতে ডিবির টিম উক্ত স্থানে ভোর ০৫:০৫ ঘটিকায় ঘটিকায় অভিযান পরিচালনা করে ইব্রাহিম ও শিপনকে ৫০ কেজি গাঁজাসহ গ্রেফতার করে। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক মূল্য ১০ লক্ষ টাকা। এ সময় গাঁজা পরিবহনে ব্যবহৃত পিকআপটি জব্দ করা হয়। এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সবুজবাগ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
গ্রেফতারকৃতরা পেশাদার মাদক কারবারি চক্রের সক্রিয় সদস্য। উদ্ধারকৃত গাঁজা বিক্রয় ও হস্তান্তরের উদ্দেশে তারা নিজ হেফাজতে রেখেছিলো বলে মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।