×
  • প্রকাশিত : ২০২৫-০২-০৫
  • ৯ বার পঠিত

জকিগঞ্জ (সিলেট) সংবাদদাতা:
সিলেটের জকিগঞ্জ উপজেলার সুলতানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলামসহ আওয়ামী লীগের ৭ নেতাকর্মীর জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত। বুধবার (০৫ ফেব্রুয়ারি) দুপুরে আদালতের বিচারক জামিন না মঞ্জুর করে তাদের কারাগারে পাঠিয়েছেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনা মামলায় ওই ৭জন এজাহারভুক্ত আসামি।
তারা হলেন- জকিগঞ্জ উপজেলা ছাত্র লীগের সাবেক যুগ্ম-আহবায়ক ও ৬নং সুলতানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম , উপজেলা যুবলীগের আহবায়ক ও সাবেক কাউন্সিলর কামরুজ্জামান কমরু, পৌর ছাত্রলীগ নেতা নাইম আহমদ, ছাত্রলীগ নেতা ইমরান হোসেন লিমন, কাওছার আহমদ, সালমান আহমদ, মোঃ বদরুল হক।
আদালত সূত্রে জানা যায়, জকিগঞ্জের আওয়ামী লীগের ৬ নেতা আদালতে আত্মসমর্পণ করলে বিচারক তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করেন। এদিকে বদরুল হককে জকিগঞ্জ থানা পুলিশ গ্রেফতার করে আদালতে প্রেরণ করলে তাকেও কারাগারে প্রেরণ করা হয়। 
জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জহিরুল ইসলাম মুন্না বলেন, জকিগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার মামলায় এজাহার নামীয় ৬ আসামি গ্রেফতার এড়াতে বুধবার আদালতে জামিন নিতে গেলে বিচারক তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। এবং গত রাতে জকিগঞ্জ থানা পুলিশ বদরুল হককে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে। জকিগঞ্জ জি.আর ৯৩/২৪ মামলায় সুলতানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম ১১ নম্বর, উপজেলা যুবলীগের আহবায়ক কামরুজ্জামান কমরু ০৯ নম্বর ও বদরুল হক ০৭ নম্বর এজাহার নামীয় আসামি। তিনি আরো বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যারা হামলার সঙ্গে জড়িত রয়েছে তাদের অনেককেই গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতার করতে পুলিশ তৎপর রয়েছে, তাদের গ্রেফতারে বিভিন্ন স্থানে অভিযান চালানো হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat