×
  • প্রকাশিত : ২০২৫-০২-০৫
  • ১০ বার পঠিত
কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের কালীগঞ্জের ভ্রাম্যমান আদালতের পৃথক দুটি অভিযান পরিচালিত হয়েছে। এতে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে ৩ মাদকাসক্তকে ১০০ টাকা করে জরিমানা ও ৭ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।

বুধবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে পৃধকভাবে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার তনিমা আফ্রাদ এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নূরী তাসমিন ঊর্মি এ দণ্ডাদেশ প্রদান করেন।

দণ্ডপ্রাপ্তরা হলো কালীগঞ্জ পৌর এলাকার দড়িসোম গ্রামের নজরুল মিয়ার ছেলে শাহেদ (২০), আবুল মিয়ার ছেলে আমজাদ হোসেন (২৯), কুদ্দুস মিয়ার ছেলে দুলাল মিয়া (৩৩)

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কালীগঞ্জ পৌরসভার দড়িসোম এলাকায় পৃথক দুটি অভিযান চালায় গাজীপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। পরে সেখান থেকে ৩ মাদকাসক্তকে ৩ আটক করা হয়। পরে পৃথক দুটি ভ্রাম্যমান আদালদের মাধ্যমে আটকৃতদের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(৫) ধারায় ৩টি মামলায় প্রত্যেকের ১০০ টাকা জরিমানা ও ৭ দিন করে বিনাশ্রম কারাদণ্ডের দণ্ডাদেশ প্রদান করা হয়।

অভিযানকালে গাজীপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. মোজাম্মেল হক, উপপরিদর্শক জুয়েল মিয়া, বেঞ্চ সহকারী মো. আলামিন ভূঁইয়া, জাকির হোসেন সহ থানা পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat