×
  • প্রকাশিত : ২০২৫-০২-০৫
  • ৫ বার পঠিত
ওসমান গনি ,গজারিয়া প্রতিনিধিঃ

মুন্সিগঞ্জে গজারিয়া উপজেলা ৩টি অবৈধ চুনা ও ১টি ডালাই কারখানায় অভিযান পরিচালনা করে তিতাস গ্যাস ট্রান্সমিসন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটড।

গজারিয়া উপজেলার টেঙ্গারচর ইউনিয়নের বরইকান্দী ভাটেরচর ও ভবেরচর ইউনিয়নের আনারপুরা এলাকায় এ অভিযান পরিচিত হয়। 

অভিযানে নির্বাহী ম্যজিস্ট্রেটের দায়ীত্বে ছিলেন মুন্সীগঞ্জ জেলা প্রসাসকের সিনিয়র সহকারী কমিশনার এন এম আবদুল্লাহ আল মামুন। 

টেঙ্গারচর ইউনিয়নের বরইকান্দী ভাটেরচর এলাকায় ইসমাইল এর আবুতাহহের  ১টি চুনা কারখানা গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, এবং ৫০ হাজার টাকা অর্থ দন্ড প্রদান করে।  একই এলাকায় আঃ হান্নান এর জমির উপর অবৈধ ডালাই কারখানায় গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এসময় কারখানাটি সিলগালা করা হয়।

পরে ভবেরচর ইউনিয়নের আনারপুরা এলাকায় পাশাপাশি দুটি চুনা কারখানার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে। এবং স্কেভেটারের মাধ্যমে চুনা কারখানা টি গুড়িয়ে দেয়া হয়।

তিতাস জোনাল বিক্রয় অফিসার প্রকৌশলী সুরুজিত কুমার শাহা, জানান  সকাল থেকে উপজেলার কয়েকটি এলাকায় অভিযান পরিচালনা করে, ৩টি চুনা ও  ঢালাই কারখানায় অভিযান চালিয়ে জরিমানা, সিলগালা করা হয়। আনারপুরা এলাকায় দুটি ঢালাই কারখানায় মালিক কৌশলে পালিয়ে যায়। পরে নির্বাহী রেজিস্ট্রেশন নির্দেশে স্কেভেটারের মাধ্যমে  অবৈধ কারখানা গুড়িয়ে দেয়া হয়েছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে। 

এসময় উপস্থিত ছিলেন গজারিয়া থানার ওসি তদন্ত আমিনুল ইসলাম, গজারিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রিফাত মল্লিক সহ তিতাসের কর্মকর্তা গণ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat