×
  • প্রকাশিত : ২০২৫-০২-০৫
  • ৬ বার পঠিত

স্টাফ রিপোর্টার :সুমন

 ময়মনসিংহের ভালুকা উপজেলায় এক গার্মেন্টস কর্মী এই গণধর্ষণের শিকার হয়েছে।

ভালুকায় উপজেলায় পোশাক কর্মীকে গতরাতে ফিল্মি স্টাইলে উঠিয়ে নিয়ে ছাত্রদলের ছেলেরা এ গনধ*র্ষণ!করেন।

 গতকাল রাত আনুমানিক ১১টা ৩০ মিনিটে ভালুকা মল্লিকবাড়ি (আখালিয়া) রশিদের ভিটা নামক স্থানে- এলাকায় ছাত্রদলের নেতা মোঃ শামীম -পিতাঃ মোঃ রহিম পাঠান। এবং 
শরিফ, সাব্বির ও তার দলবল মিলে, একই এলাকার আবুল হোসেনের মেয়ে মণিমালা বয়স(১৮)বছর গার্মেন্টস কর্মীকে
 ঘর থেকে জোরপূর্বক উঠিয়ে নিয়ে গিয়ে সংঙ্গবন্ধ ভাবে পালাক্রমে গণধ*র্ষণ করে।

 পরে-স্থানীয়দের সহযোগিতায় তার বাবা এসে তাকে উদ্ধার করেন। কিন্তু সেই সময় বখাটেরা তার বাবাকে- কারো কাছে বিচার বা মামলা না করার হুমকি ধমকি দেন ও ব্যাপক মারধর করে এবং শারীরিকভাবে তাকেও যখন করেন। 

তাৎক্ষণিক খবরটি এলাকায় ছড়িয়ে পরলে-
 ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হলে-
পুলিশের উপস্থিতি টের পেয়ে প্রভাবশালী(ছাত্রদলের) বখাটেরা ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যায়। 

এই অবস্থায় অসহায় বাবা ও মেয়েটিকে পুলিশ উদ্ধার করে ভালুকা সরকারি হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করেন।

এলাকার কয়েকজনের কাছে এ বিষয়ে- জানতে চাইলে তারা বলেন - ক্ষমতায় না গিয়ে,ক্ষমতা দাপট দেখিয়ে স্থানীয় ওই যুবদলের ছেলেরা এলাকায় মাদকদ্রব্য ও বিভিন্নভাবে অসামাজিক কার্যকল করে আসছে।
তাই এলাকার বাসীর দাবি-এই সমস্ত ঘটনার সঠিক তদন্ত করে,আইনের আওতায় কঠিন থেকে কঠিনতর শাস্তির দাবি জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat