×
  • প্রকাশিত : ২০২৫-০২-০৫
  • ৮ বার পঠিত
হাসান আলী, চট্টগ্রাম ইপিজেড প্রতিনিধি ঃ
চট্টগ্রামের কর্ণফুলী ইপিজেডে কাজীর গলি পয়েন্ট পকেট গেইডে। সংলগ্ন সড়কে ফুটওভার ব্রিজ না থাকায় রাস্তা পারাপারের চরম ভোগান্তি পথচারীরা।

সরেজমিনে দেখা যায়. এই স্থানটি দিয়ে কর্ণফুলী ইপিজেড এর একাংশে র হাজার হাজার শ্রমিকরা রাস্তা পারাপার হয় নেই কোন ফুটওভার ব্রিজ, চোখে পরেনা কোন স্পিড ব্রেকার,ফলে প্রতিনিয়ত ঝুঁকি নিয়ে পারাপ হতে হয় গার্মেন্টস শ্রমিক সহ নগর বাসিদের।

গার্মেন্টস শ্রমিক শহিদু জানান আমি গার্মেন্টস থেকে প্রতি দিন আসি জাই কিন্তু সব সময় ঝুঁকি নিয়ে রাস্তা পারাপার হই, অনেক জন জরো হয়ে তারপর পারাপার হতে হয়, এতে আমাদের অনেক সময় ব্যয় হয়

আরএক পথচারী সফিকুল ইসলাম বলেন এইখানে একটা ফুটওভার ব্রিজ ও ২ টা স্পিড ব্রেকার অতি দ্রুত প্রয়োজন, কেননা এই পকেট গেট তৈরির পর থেকে সদর লোক দুর্ঘটনা স্বীকার হয়ে মারা গেছেন। আমরা এখান থেকে প্রতি নিয়ত চলাচল করি, খুব আতংকে থাকতে না, 


দ্রুত এই বিষয় ব্যবস্থা না নিলে যে কোন সময় ঘটতে পারে বিভিন্ন ধরনের দুর্ঘটনা, এই রাস্তাটি দিয়ে অধিকাংশ গার্মেন্টস শ্রমিকদের যাতায়াত, জীবনের ঝুঁকি নিয়ে রাস্তা পারাপার হতে হয় সকলকে। 
নেই কোন ওভার ব্রিজের ব্যবস্থা ও ট্রাফিক সিগনাল। প্রতিদিন সকালে হাজারো গার্মেন্টস শ্রমিক রাস্তা পারাপারের জন্য দাঁড়িয়ে থাকতে হয় দীর্ঘ সময় । আর নিয়ম নীতির তোয়াক্কা না করে ড্রাইভাররা বেপরোয়া গতির কারনে নাকাল যনজিবন। 
দ্রুত এই সমস্যা সমাধান না হলে যে কোন সময় ঘটতে পারে দুর্ঘটনা। 

ইপিজেড থানার ৩৯ নং ওয়ার্ড কাউন্সিলর জিয়াউল হক সুমন জানান এখানে দুটি স্পিড ব্রেকার অবশ্যই প্রয়োজন 
কেননা এখান থেকে গার্মেন্টস ছুটির পরে অনেক দুর্ঘটনার ঝুঁকি থাকে। এখান থেকে অনেকেই দুর্ঘটনার স্বীকার হয়েছেন। অনেকে মারাও গেছেন তাদের সংখ্যা প্রায় ছয় জন । আমি ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে দ্রুত কথা বলব। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat