- প্রকাশিত : ২০২৫-০২-০৪
- ৮ বার পঠিত
ওমর ফারুক (নাগেশ্বরী প্রতিনিধি)
০৩ ফেব্রুয়ারী-২০২৫ রোজ সোমবার কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত নাগেশ্বরী মহিলা কলেজ রোডের সংযোগ সরক ডিএম একাডেমীর দক্ষিণ পাশের রাস্তার উপর বালু রেখে দিনের পর দিন বাড়ি তৈরীর কাজ চালাচ্ছে, যা পথচারি মানুষের চলাচলে ভীষন অসুবিধার সৃষ্টি করছে।
এলাকাবাসীর অভিযোগ বিভিন্ন সময় রাতে মাঝে মাঝে উক্ত রাস্তায় পাথর ফেলে রাখায় ঐ পথে চলাচল করা মানুষজন মটরবাইক বা বাইসাইকেল নিয়ে চলা পথচারি হরহামেশাই দুর্ঘটনায় পরছে। এলাকার কয়েকজনের সাথে কথা বলে যায় তারা বিভিন্ন সময় নির্মাণাধীন বাড়ির মালিককে বিষয়টি অবগত করলেও তিনি অভিযোগগুলো আমলে না নিয়ে নিজের মর্জি মতো তার কাজ চালিয়ে যাচ্ছে। এলাকাবাসী ও পথচারীদের দাবী খুব দ্রুতই যেনো প্রশাসন যথোপযুক্ত পদক্ষেপ গ্রহন করেন।
কলেজের বিভিন্ন খাতে এতো বছরে কোটি কোটি টাকা ব্যয় হলেও শহীদ মিনার এর উন্নয়ন কল্পে সামান্য ব্যয় করে উন্নয়ন ঘটানো যায়নি তা ভাবতেই অবাক লাগে। অথচ এমনটা হওয়ার কথা নয় কোনো ভাবেই, ৫২ ভাষা আন্দোলনে ভাষা শহীদদের স্বরণে নির্মিত শহীদ মিনারকে আমরা সামান্য মর্যাদা দিতে পারি না যা জাতী হিসাবে আমাদের জন্য লজ্জার। কলেজের আশেপাশে বসবাসরত এলাকাবাসীর দাবী দ্রুতই যেনো কলেজ কতৃপক্ষ শহীদ মিনারটির উন্নয়নে যথাযথ পদক্ষেপ গ্রহন করেন।
নিউজটি শেয়ার করুন
এ জাতীয় আরো খবর..