চট্টগ্রামের পটিয়ায় প্রেমঘটিত কারণে তাছলিমা আক্তার (২৮) নামে এক কিশোরী আত্মহত্যা করেছে।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে পটিয়া পৌর সদরের পোস্ট অফিস সংলগ্ন আলমগীরের ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।
নিহত তাছলিমা কক্সবাজার জেলার ঈদগাঁও এলাকার বাসিন্দা সোনা মিয়ার মেয়ে।
নিহতের বড় বোন জানান, তিনি তার পরিবার নিয়ে পটিয়ায় ভাড়া বাসায় বসবাস করে আসছিলেন। তার বোন তাছলিমা গত ১৫ দিন আগে বেড়াতে আসেন। এরমধ্যে হাঈদগাও এলাকার আকিব নামে এক ছেলের সঙ্গে প্রেমে জড়িয়ে পড়েন। এর মাঝে গত সোমবার থেকে তাদের দুইজনের মধ্যে ঝগড়া চলছে শুনেছি। আজ মঙ্গলবার ঘরের দরজা বন্ধ করে সে (তাছলিমা) আত্মহত্যা করে।
এই ঘটনার পরপরই পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. পিয়াংকা চৌধুরী তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে পটিয়া থানা পুলিশ জানায়, ঘটনাটি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আত্মহত্যার প্রকৃত কারণে উদঘাটনে তদন্ত চলছে।