×
  • প্রকাশিত : ২০২৫-০২-০৫
  • ১৭ বার পঠিত
মো: রিয়াজ স্টাফ রিপোর্টার 

শেরপুরের ঝিনাইগাতীতে দুই সার ব্যাবসায়ীকে  ৮হাজার টাকা অর্থদন্ডে দন্ডিত করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (৪জানুয়ারি) সন্ধ্যায় এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অনিন্দিতা রানী ভৌমিক। 

দন্ডিত সার ব্যবসায়ীরা হলেন, কৃষি বিতানের মালিক সিরাজুল হক মোল্লা ওরফে এ্যাপোলো ও সোহেল ট্রেডার্সের মালিক আব্দুল হাই। 

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, ভোক্তা অধিকার আইন ২০০৯ এর (৫৩) ধারা মোতাবেক মেসার্স সোহেল ট্রেডার্সে বিক্রয় রেজিস্টার না থাকার অপরাধে ৩হাজার টাকা এবং কৃষি বিতানকে বিক্রয় রেজিস্টার ও বিক্রয় ম্যামুতে ক্রেতার স্বাক্ষর না থাকার অপরাধে ৫হাজার টাকা অর্থদন্ডে দন্ডিত করা হয়। 

এসময় উপজেলা কৃষি কর্মকর্তা ফরহাদ হোসেনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। 

সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অনিন্দিতা রানী ভৌমিক এই বিষয়ে সত্যতা নিশ্চিত করে জানান, যেহেতু সারের জন্য এই সময়টা পিকআওয়ার, সেহেতু সার বিক্রেতারা সকল বিধি পালন করে সার বিক্রি করলে একদিকে যেমন উপকৃত হবে কৃষক, অপরদিকে সার পাঁচার রোধ হবে। এই ধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat