×
  • প্রকাশিত : ২০২৫-০২-০৫
  • ৭ বার পঠিত

গত ০৪ ফেব্রুয়ারি মঙ্গলবার রাত ১০ টার সময় পটিয়া থানাধীন বড়লিয়া ইউনিয়নের,৪নং ওয়ার্ড পশ্চিম বাড়ৈইকাড়া,বড়লিয়া ইউনিয়নে , দম্পতি মাহবুব আলম ও শেলী আক্তারের 'তিন বছরের সন্তান "আয়াত" কে ' অপহরণ করতে গিয়ে অপহরণ কারী হৃদয় কে উত্তেজিত জনতা,বাড়ৈয়কাড়া স্কুলের সামনে গণধোলাই দিয়ে গুরুতর জখম করে।

পরবর্তী তে স্থানীয় মেম্বার জাতীয় জরুরী সেবা-৯৯৯ এ কল করলে পটিয়া থানার মোবাইল ডিউটি সঙ্গীয় ফোর্স সহ ঘটনাস্থলে হাজির হয়ে অপহরণকারীকে গুরুতর রক্তাক্ত অবস্থায় স্থানীয় উত্তেজিত লোকজনের হেফাজত হতে উদ্ধার করে পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কর্তব্যরত ডাক্তার প্রাথমিক চিকিৎসা শেষে আসামীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।

 অপহরনকারী হৃদয় (৩৪),পশ্চিম বাড়ৈইকাড়া, ০৪ নং ওয়ার্ড, বড়লিয়া ইউনিয়ন, সাত্তার মেম্বারের বাড়ির মোঃ আবছারের ছেলে বলে জানান লোকজন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat