×
  • প্রকাশিত : ২০২৫-০২-০৩
  • ৩৮ বার পঠিত
নাহিদ মিয়া ,হবিগঞ্জ জেলা প্রতিনিধি:
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় গভীর রাতে ডাকাতদলের হামলায় মহসিন মিয়া (৩৮) নামে এক ব্যবসায়ী খুন হয়েছেন। সোমবার ভোররাতে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের রাফি স মিল এলাকায় এ ঘটনা ঘটে।"
নিহত মহসিন মিয়া শায়েস্তাগঞ্জ স্টেশন রোডের গ্রামীণ টেলিকম এন্ড ইলেকট্রনিক্স-এর মালিক ছিলেন। তিনি উপজেলার নিশাপট গ্রামের মরহুম হাজি আঃ রহিম মাস্টারের ছেলে।"
স্থানীয় সূত্রে জানা গেছে, দোকান বন্ধ করে ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ ইলিয়াস মিয়াকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন মহসিন মিয়া। পথে দেউন্দি ক্রস রোড এলাকায় গিয়ে তারা জানতে পারেন, রাফি স মিলে ডাকাতরা গাছ ফেলে সড়ক অবরোধ করে ডাকাতি করছে।"
তারা সেখানে গেলে ডাকাতদল তাদেরও আটক করে, মোটরসাইকেল, মোবাইল ও টাকা ছিনিয়ে নেয়। এ সময় মহসিন মিয়া পালানোর চেষ্টা করলে ডাকাতরা তাকে ধাওয়া করে।"
এলাকাবাসী বিষয়টি টের পেয়ে ঘটনাস্থলে গেলে ডাকাতদল পালিয়ে যায়। পরে স্থানীয়রা মহসিন মিয়াকে অজ্ঞান অবস্থায় পাশের একটি মাঠে পড়ে থাকতে দেখেন। দ্রুত তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।"
ঘটনার খবর পেয়ে পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমানসহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।"
শায়েস্তাগঞ্জ থানার ওসি দিলীপ কান্ত নাথ জানান, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ডাকাতদের গ্রেপ্তারের জন্য পুলিশ সাড়াশি অভিযান চালাচ্ছে এবং জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।"

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat