সুজন চক্রবর্তী, আসাম ( ভারত) প্রতিনিধিঃ
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে ২ বাংলাদেশি অনুপ্রবেশকারী গ্রেফতার। রবিবার (২ ফেব্রুয়ারি ) মুর্শিদাবাদের সাগর পাড়া থানা থেকে ২ যুবককে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে প্রকাশ, ধৃতদের নাম কেরামত মাল ও সালাম বেদ। ২ জনেই বাংলাদেশের ঢাকার বাসিন্দা। জানা গেছে, গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালায় সাগর পাড়া থানার পুলিশ। সেই সমযেই ধরা পড়েন ২ সন্দেহভাজন যুবক। ২ জনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। কিন্তু কোনও প্রশ্নেরই সদুত্তর না মেলায় সন্দেহ হয় পুলিশের। এরপরেই তাঁদের হেফাজতে চেয়ে জেলা আদালতে পেশ করা হয়েছে। প্রাথমিক তদন্তে জানা যায়, ধৃত যুবকেরা ২ জনেই বাংলাদেশের ঢাকা জেলার বাসিন্দা। মাসকয়েক আগে আসাম- সীমান্ত পেরিয়ে ভারতে এসেছিল তাঁরা। তবে কি কারণে তাঁরা বেআইনি পথে বাংলাদেশ থেকে ভারতে এসেছিলন। তা এখনও জানা যায়নি। এই অনুপ্রবেশকারীরা কোনও নাশকতার ছক কষছিলেন কিনা, তা ও জানার চেষ্টা করছে পুলিশ। সে সব জানতে ২ জনকেই জেরা করা হচ্ছে। বিষয়টি নিয়ে আরও তদন্ত চালিয়ে যাচ্ছেন আধিকারিকরা।