×
  • প্রকাশিত : ২০২৫-০২-০১
  • ২১ বার পঠিত
নাদিমুল আল তানভীর, কুমিল্লা (উত্তর জেলা) প্রতিনিধিঃ
বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও সাবেক ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ বলেছেন, "নির্বাচিত সরকার ছাড়া তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে দেশের উন্নয়ন সম্ভব নয়।" তিনি দ্রুত নিরপেক্ষ নির্বাচন আয়োজনের দাবি জানিয়ে বলেন, "সংস্কারের নামে কালক্ষেপণ না করে জনগণের মতামতকে প্রাধান্য দিয়ে নির্বাচন দিন।"
শনিবার (১ ফেব্রুয়ারি) দুপুরে কুমিল্লার মুরাদনগর দূর্গা রাম পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে "স্বপ্নের মুরাদনগর তরুণ প্রজন্মের ভাবনা" শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পতিত সরকার আওয়ামী লীগের বিরুদ্ধে তীব্র অভিযোগ তুলে কায়কোবাদ আরও বলেন, "আওয়ামী লীগকে বাংলার জমিনে আর ক্ষমতায় আসতে দেওয়া হবে না। কারণ তারা দেশের মানুষের ওপর গণহত্যা চালিয়েছে, মৌলিক অধিকার হরণ করেছে।" তিনি দাবি করেন, তার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে রাজনৈতিক প্রতিহিংসার শিকার করা হয়েছে এবং তাকে হত্যার চেষ্টা করা হয়েছিল।
নির্বাচনের রোডম্যাপের বিষয়ে তত্ত্বাবধায়ক সরকারের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলে বিএনপির এই নেতা বলেন, "বিগত আন্দোলনে নেতৃত্বদানকারী রাজনৈতিক দলগুলোর সাথে বসে দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে হবে। নির্বাচিত সরকারই পারে দেশের মূল সংস্কার করতে এবং দুর্নীতির বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নিতে।"
তরুণ প্রজন্মের উদ্দেশে তিনি বলেন, "আগামী দিনের বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। পরিবর্তনের জন্য তরুণদের অগ্রণী ভূমিকা রাখতে হবে।"
অধ্যক্ষ কামাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য দেন কাজী শাহ আরফিন। আরও বক্তব্য রাখেন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় প্রচার সম্পাদক মাওলানা গাজী ইয়াকুব ওসমানি, কায়কোবাদের ছোট ভাই কাজী শাহ জুন্নুন বসরী, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি তাজুল ইসলাম, নবীয়াবাদ মাদ্রাসার শিক্ষার্থী জাহিদ হাসান, কাজী নোমান আহমেদ ডিগ্রি কলেজের শিক্ষার্থী সোনিয়া প্রমুখ।
মতবিনিময় সভায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের হাজারো শিক্ষার্থী, তরুণ, তরুণী স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat