মোঃ মোজাফ্ফার আহমেদ (আফজাল) বিলাইছড়ি প্রতিনিধি, রাঙ্গামাটি
আজ ১২/০১/২০২৫ইং তারিখ (রবিবার) বিলাইছড়ি উপজেলা কেংড়াছড়ি গ্রামের এক প্রত্যন্ত অঞ্চলের কৃষক (মোসাঃ মরজিনা বেগম) বলেন- সরকার থেকে কোন প্রকার সহযোগিতা করলে আমার কলা বাগান এবং বিভিন্ন প্রজাতির চারা দিয়ে আমি আরো উন্নত করতে পারব।
আরো বলেন আমাদের জীবন জীবিকার একমাত্র উৎস হলো বিভিন্ন জাতের ফল ফলাদি উৎপাদন করা । এসব বিক্রয় করে আমাদের দৈনন্দিন চাহিদা মিঠাই। আমরা পাহাড় অঞ্চলে বসবাস করে থাকি এখানে তেমন কোন কাজ নেই।
বিলাইছড়ি উপজেলা কৃষি অফিসার আপনার দৃষ্টি আকর্ষণ করছি আমাদের কেংড়াছড়ি গ্রামের দিকে একটু নজর দিন যাতে করে এখানের মানুষগুলো খেয়ে পড়ে বাঁচতে পারে। তাহার একটি ব্যবস্থা করবেন আশা করছি বিভিন্ন জাতের ফল গাছের চারা দিয়ে।
এ জাতীয় আরো খবর..