রাজশাহী বিভাগীয় ব্যুরো প্রধানঃ
রাজশাহী মহানগরী এলাকার, দাস পুকুর মোড়ে নিকটস্থ বক্ষব্যাধি হাসপাতাল এলাকা থেকে গতকাল ১৮ ডিসেম্বর ২০২৪ ইং তারিখ বুধবার, বিকেল ৫:০০ ঘটিকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অভিযান চালিয়ে ০৭ (সাত) জন আসামীকে প্রায়ই ১০০ (একশত) গ্রাম গাঁজাসহ গ্রেফতার করে, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা প্রদান করে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
গ্রেপ্তার কারীরা হলেন- হেলাল, রবিউল, মিঠু, মনির শেখ, শেহরুল ও আরো একজন সহ মোট ০৭ (সাত) জন। এই ০৭ (সাত) জন ও রাজশাহী মহানগর এলাকার অনেক নেশাখোর বক্ষব্যাধি হাসপাতালের (পুরাতন) বাউন্ডারির ভিতরে নিয়মিত গাঁজা সেবন করে। গোপন তথ্যের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার হওয়া প্রত্যেক ব্যক্তির কাছে আলাদা আলাদা গাঁজার পুরা (প্যাকেট) পাওয়া যায়। নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে গাঁজা গুলো উক্ত স্থানে আগুন দিয়ে পোড়ানো হয়।
সাংবাদিক সদস্যরা সেখানে তথ্য সংগ্রহ জন্য উপস্থিত হলে, রাজশাহী মহানগররের ভ্রাম্যমাণ আদালতের, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা বিরক্ত হন। গ্রেফতারকারীদের নাম ঠিকানা ও তাদের কাছে থাকা জব্দকৃত অন্যান্য মালামলের বিবরণ ও তথ্য জানতে চাইলে তারা বিরক্তি ও বিব্রতকর ভাব প্রকাশ করে এড়িয়ে যাওয়ার চেষ্টা করে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এক কর্মকর্তা সাংবাদিকদের উদ্দেশ্য করে বলেন, “নিউজ করে আপনারা এমন কি লাভ করেন”। এমন মন্তব্য করে সাংবাদিক সদস্যের সাথে অসন্তোষজনক আচরণ করে আসামীদের নিয়ে ঘটনা স্থল ত্যাগ করেন।
এ জাতীয় আরো খবর..