শরনখোলা প্রতিনিধি
বাগেরহাটের শরনখোলায় নানা আয়োজনে মহান বিজয় দিবস উদযাপিত হচ্ছে। দিবসটি উপলক্ষে বুধবার (১৬ ডিসেম্বর) সকালে শরনখোলা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন শরনখোলা উপজেলা প্রসাশন সুদীপ্ত কুমার সিংহ সহ কর্মকর্তাগণ।
এর পরে মুক্তিযোদ্ধা সংসদ, শরণখোলা থানা, উপজেলা বিএনপি,যুবদল,ছাত্রদল,শ্রমিক দল,স্বেচ্ছাসেবক দল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স,শরণখোলা প্রেসক্লাবসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান মুক্তিযোদ্ধাদের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন। জামায়াতে ইসলামী ও ইসলামি আন্দোলন শরণখোলা দোয়া মোনাজাত ও বিজয় শোভাযাত্রা বের করে।
বীর মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সম্বর্ধনা আলোচনা সভা অনুষ্ঠিত হবে। শহীদদের রুহের মাগফেরাত কামনায় বিভিন্ন মসজিদ ও মাদরাসায় বিশেষ দোয়া করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
এবং বিজয় মেলার আয়োজন করেছেন শরণখোলা উপজেলা প্রশাসন ।
এছাড়াও, শহীদ মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা জানাতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ঢল নামে দশানীস্থ স্মৃতিস্তম্ভে।
এ জাতীয় আরো খবর..