×
  • প্রকাশিত : ২০২৪-১২-১০
  • ৬৭ বার পঠিত
মোঃ মাহতাব হাওলাদার, কলাপাড়া প্রতিনিধিঃ 
পটুয়াখালীর কলাপাড়ায় দুর্যোগ মোকাবেলায় পূর্বাভাসের গুরুত্ব, ঝুঁকি ও দুর্যোগের গ্যাপ সনাক্তকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকাল ১০ টায় উপজেলা প্রশাসন হলরুমে বেসরকারি উন্নয়ন সংস্থা জাগোনারী’র উদ্যোগে জিএফএফও-মাল্টি হ্যাজার্ড চাইল্ড সেন্টারড এন্টিসিপেটরি এ্যাকশন প্রকল্পের আওতায় জার্মান ফেডারেল ফরেন অফিসের অর্থায়নে সেইভ দ্য চিলড্রেনের সার্বিক সহযোগিতা ও রাইমসের কারিগরি সহায়তায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় উপজেলা সিপিপি সহকারী পরিচালক আসাদুজ্জামান খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রবিউল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. আহমেদ পারভেজ, কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি মো. হুমায়ুন কবির, কলাপাড়া থানার ওসি (তদন্ত) মোস্তাফিজুর রহমান ও ফায়ার সার্ভিস কর্মকর্তা মো. ইলিয়াস।

এছাড়াও ডালবুগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাও. হেদায়েতুল্লাহ জিহাদী, মহিপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ইব্রাহিম খলিল, ধুলাসার ইউনিয়ন পরিষদের প্রশাসক মিজানুর রহমানসহ উপজেলা সমাজসেবা, বনবিভাগ, শিক্ষা, পরিসংখ্যান, সমবায়, কৃষি, মৎস্য, প্রাণিসম্পদ, আনসার ভিডিপি, পল্লী বিদ্যুৎ ও শিশু বিষয়ক কর্মকর্তা, স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি, সমাজসেবক ও শিক্ষকসহ নানা পেশার মানুষ উপস্থিত ছিলেন।

কর্মশালায় অংশগ্রহণকারীদের তিনটি গ্রুপে বিভক্ত করে উপকূলীয় এলাকায় দুর্যোগ মোকাবেলায় পূর্বাভাসের গুরুত্ব, প্রস্তুতি গ্রহণ, জানমালের ক্ষয়ক্ষতি কমিয়ে আনাসহ আগাম সংকেত জানতে করণীয় বিষয়ে ওয়ার্কশপের মাধ্যমে মতামত নেওয়া হয় এবং পর্যালোচনা শেষে পরামর্শ দেওয়া হয়।

অনুষ্ঠানে জাগোনারী’র প্রজেক্ট অফিসার কিশোর কুমার দাসের সঞ্চালনায় কর্মশালার লক্ষ্য-উদ্দেশ্য তুলে ধরেন প্রজেক্ট ম্যানেজার কৃষিবিদ মো. মনিরুজ্জামান প্রিন্স। সার্বিক সহযোগিতায় ছিলেন সহকারী প্রকল্প কর্মকর্তা মো. ফিরোজ মাহমুদ, জাকিয়া আক্তার ও রহমাতুল্লাহ রাজু।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat