×
  • প্রকাশিত : ২০২৪-১২-০৩
  • ৪৩ বার পঠিত
নালিতাবাড়ী প্রতিনিধি:
শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ভোগাই নদী বালু মহালের ইজারাদার কর্তৃক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)'র বিরুদ্ধে অভিযোগ এনে সংবাদ সম্মেলন করে জিলানী এন্টারপ্রাইজ। সংবাদ সম্মেলনের এক পর্যায়ে পুলিশ ফোর্স নিয়ে নিজেই হাজির হন ইউএনও। ফলে পণ্ড হয়ে যায় সংবাদ সম্মেলন।

সোমবার দুপুরে ভোগাই নদীর ইজারা গ্রহীতা প্রতিষ্ঠান জিলানী এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী আব্দুল কাদির জিলানী নালিতাবাড়ী শহরের উত্তর গড়কান্দা এলাকায় নিজ বাসভবনে নালিতাবাড়ী উপজেলার নির্বাহী কর্মকর্তা মাসুদ রানার বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা, গোপন বাণিজ্য, হয়রানি সহ নানান অভিযোগ এনে সংবাদ সম্মেলনের জন্য জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের ডাকেন। 

সংবাদ সম্মেলনে ইজারাদার তার লিখিত বক্তব্যে জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ রানা নিজে লাভবান হওয়ার জন্য নিয়ম বহির্ভূত ভাবে মোবাইল কোর্ট করে বালু উত্তোলনে বাধা সৃষ্টি করেন । এছাড়া নিলামে আটককৃত ৬ কোটি টাকার বালু অনিয়মের মাধ্যমে মাত্র ৯৪ লাখ টাকায় বিক্রি করে সরকারের রাজস্ব ক্ষতি করে নিজে লাভবান হন। তারই নির্দেশে ইজারাকৃত জায়গার বাইরে নিলাম গ্রহীতাগণ অবৈধভাবে মিনি ড্রেজার বসিয়ে বালু উত্তোলন করে বিক্রি করেন। এছাড়াও ইজারাদার জিলানী ইউএনও কর্তৃক মিথ্যা মামলা ও মোবাইল কোর্টের মাধ্যমে হয়রানিসহ নানা অভিযোগে তাকে হেনস্তা করার আশংকা প্রকাশ করেন। আশংকা প্রকাশ করার পরপরই ইউএনও ও সহকারী কমিশনার (ভূমি) পুলিশ ফোর্স নিয়ে সংবাদ সম্মেলন স্থলে উপস্থিত হয়ে সাংবাদিকদের সামনে ইজারাদার আব্দুল কাদের জিলানী ও ব্যবসায়ী হারুন অর রশীদকে আটক করে নিয়ে যেতে চাইলে সাংবাদিকরা তার বিরুদ্ধে কোন গ্রেফতারি পরোয়ানা আছে কি না সেটি জানতে চাইলে ইউএনও বিষয়টি পরে জানানো হবে বলে সাংবাদিকদের জানান। পরে ইউএনও ইজারাদারকে বিভিন্ন প্রশ্ন করে তাদের আটক না করেই চলে যান। সংবাদকর্মীদের প্রশ্নের মুখে ইউএনও তার বিরুদ্ধে এসব অভিযোগের প্রমাণ দেখতে চাইলে অভিযোগকারী ইজারাদার তাৎক্ষণিক প্রমাণ দেখাতে ব্যর্থ হোন । 

এসময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ রানা তার বিরুদ্ধে আনীত সকল অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেন। এসময় তিনি জানান, বিগত সরকারের আমল থেকে এসকল ইজারাদার ও বালু খেকোরা অন্যায়ভাবে নদী ভেঙে বালু উত্তোলন চালিয়ে আসছে যা সম্পুর্ন বেআইনি। অবৈধভাবে বালু উত্তোলনের ব্যপারে আমরা কোন আপোষ করব না। তাছাড়া আজকের এই সংবাদ সম্মেলন উদ্দেশ্যপ্রণোদিত হয়ে সরকারি কর্মকর্তাকে মানহানি ঘটানোই উদ্দেশ্য ছিলো। এটি কোন স্বাধীনতা নয়। এসময় সরকারি কাজে সাংবাদিকদের সহযোগিতা চান ইউএনও মাসুদ রানা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat