×
  • প্রকাশিত : ২০২৩-০৮-১৫
  • ৯৩ বার পঠিত
মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু কারাদণ্ডে দণ্ডিত জামায়াতে ইসলামীর নেতা ও পিরোজপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য দেলাওয়ার হোসাইন সাঈদীর জানাজা সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার (১৫ আগস্ট) দুপুর ১টায় পিরোজপুরের আল্লামা সাঈদী ফাউন্ডেশন চত্বরে তার জানাজা অনুষ্ঠিত হয়। এর আগে সকাল ১০টায় দেলাওয়ার হোসাইন সাঈদীর মরদেহবাহী গাড়িটি পিরোজপুরে পৌঁছে। 

পারিবারিক সূত্রে জানা গেছে, তাঁর হাতে গড়া প্রতিষ্ঠান সাঈদী ফাউন্ডেশনের মসজিদের পাশে পারিবারিক কবরস্থানেই দাফন করা হবে।
 
সোমবার (১৪ আগস্ট) রাত ৮টা ৪০ মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন অবস্থায় সাঈদীর মৃত্যু হয়।

এর আগে রবিবার (১৩ আগস্ট) রাত ১০টা ৪০ মিনিটে বিএসএমএমইউতে আনা হয়েছিল দেলাওয়ার হোসাইন সাঈদীকে। তার আগে বিকেল সাড়ে ৫টার দিকে বুকে ব্যথাজনিত সমস্যার কারণে তাকে কাশিমপুর কারাগার থেকে প্রথমে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat