রাজবাড়ীতে আহত অবস্থায় উদ্ধারকৃত বিলুপ্তপ্রায় দুটি কানাকুয়া পাখির বাচ্চাকে দুই মাস লালন-পালনের পর অবমুক্ত করা হয়েছে। মঙ্গলবার (১৫ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে সাংবাদিক লিটন চক্রবর্তী বাড়ির পাশে পাখি দুটিকে উড়িয়ে দেওয়া হয়।
এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজবাড়ী সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. খায়ের উদ্দীন আহমেদ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা পোল্ট্রি ডেভেলপমেন্ট অফিসার মেহেদী হাসান, আহত কানাকুয়া পালনকারী সাংবাদিক লিটন চক্রবর্তী প্রমুখ।
জানা গেছে, প্রায় দুই মাস আগে রাজবাড়ী সদরের খানগঞ্জের বেলগাছি স্টেশন এলাকায় বাসা ভেঙে মাটিতে পরে মারাত্মকভাবে আহত হয় সাত দিন বয়সী দুটি কানাকুয়ার বাচ্চা। পরে পাখির বাচ্চা দুটিকে স্থানীয় আক্কাস উদ্ধার করে চিকিৎসা ও পরামর্শের জন্য প্রাণিসম্পদ অফিসসহ ৯৯৯-এ ফোন করেন। কিন্তু তিনি যোগাযোগ করে ব্যর্থ হন।
পরে স্থানীয় সাংবাদিক লিটন চক্রবর্তীকে বিষয়টি জানালে তিনি চারুকারুর শিল্পী আবু আব্দুল্লাহ স্বপন ও অনন্ত সরকারের সহযোগিতায় কানাকুয়ার বাচ্চা দু্টিকে উদ্ধার করেন।
পরে তাদের নিজের তত্ত্বাবধানে রেখে চিকিৎসা করেন। পরমযত্নে প্রায় দুই মাস লালন-পালন করে সুস্থ করে তোলেন। এসময় পাখির বাচ্চা দুটিকে বিভিন্ন প্রজাতির ছোট মাছ, পোকা-মাকড়, পিঁপড়ার ডিম, সেদ্ধ ডিম খাইয়ে বড় করেন। পাখির বাচ্চা দুটি সম্পূর্ণ সুস্থ হওয়ায় আজ অবমুক্ত করা হয়।
এ জাতীয় আরো খবর..