পাবনার ফরিদপুরে নাশকতার পরিকল্পনার অভিযোগে জামায়াতে ইসলামীর ১৩ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। শনিবার দুপুরে উপজেলার বনওয়ারী নগর প্রাথমিক বিদ্যালয়ের দক্ষিণপাশের একটি টিনের দোকানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
তারা হলেন- উপজেলা জামায়াতের সেক্রেটারি আফজাল হোসেন (৩৫), জামায়াত নেতা হাবিবুর রহমান (৩৩), আব্দুল মোমিন (৩০), হেলাল উদ্দিন (৩৫), রাশিদুল ইসলাম (২৯), কামরুজ্জামান (২৮), আব্দুল হামিদ (৩৪), ফরিদুল ইসলাম মুকুল (৩৮) ওমর আলী (৩৩), মিরাজুল ইসলাম (২৮) ও ইসমাইল হোসেন (৩৪)।
জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি প্রিন্সিপাল ইকবাল হোসাইন বলেন, শনিবার সকালে ফরিদপুর উপজেলায় আমাদের ‘কুরআন শিক্ষামূলক পোগ্রাম’ ছিল। প্রোগ্রাম চলাকালীন সেখান থেকে আমাদের নেতাকর্মীদের ধরে নিয়ে গেছে পুলিশ। এ ঘটনায় নিন্দা জানাই ও অবিলম্বে তাদের মুক্তি চাই।
ফরিদপুর থানার ওসি মিজানুর রহমান জানান, নাশকতা ও দেশকে অস্থিতিশীল তৈরি করার পরিকল্পনা করছিলেন জামায়াত নেতারা। গোপন সংবাদের ভিত্তিতে সেখান থেকে জামায়াতের ১৩ জন রোকন পর্যায়ের নেতাকর্মীকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে মামলার প্রস্ততি চলছে। রোববার আদালতের মাধ্যমে তাদের পাবনা কারাগারে পাঠানো হবে।
এ জাতীয় আরো খবর..