শ্রম আইন লঙ্ঘনের মামলায় গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে অভিযোগ গঠন বাতিলে হাইকোর্টের দেওয়া রুল দুই সপ্তাহের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। বৃহস্পতিবার সকালে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীসহ ছয় বিচারপতির বেঞ্চ এ আদেশ দেন।
এসময় রুল নিষ্পত্তির জন্য বিচারপতি এস এম কুদ্দুস জামানের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে রুল নিষ্পত্তি করতে বলা হয়েছে। আদালতে ড. ইউনূসের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন।
এর আগে গত ৩ আগস্ট আপিল বিভাগের চেম্বার আদালত শুনানির জন্য বিষয়টি আপিল বিভাগে পাঠিয়ে দেয়। পরে আপিল বিভাগ বৃহস্পতিবার শুনানি শেষে আবেদনটি নিষ্পত্তি করে দেয়। রুল জারি আদালত থেকে পরিবর্তন করে বিচারপতি এসএম কুদ্দুস জামান ও বিচারপতি শাহেদ নূরউদ্দিনের হাইকোর্ট বেঞ্চে দুই সপ্তাহের মধ্যে নিষ্পত্তি করতে বলে দেয়।
উল্লেখ্য, গ্রামীণ টেলিকমে শ্রমিকদের কল্যাণ ফান্ডের লভ্যাংশ না দেয়া, গণছুটি নগদায়ন না করা, চাকরি স্থায়ীকরণ না করার অভিযোগে ২০২১ সালে কলকারখানা অধিদপ্তর ড. ইউনুসসহ চারজনের বিরুদ্ধে মামলা করে।
গত ৬ জুন শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেয় শ্রম আদালত। ওই আদেশের বিরুদ্ধে ড. ইউনুস হাইকোর্টে আবেদন করলে তা কেন বাতিল করা হবে না জানতে চেয়ে রুল দেওয়া হয়।
হাইকোর্টের এ আদেশের বিরুদ্ধে আবার রাষ্ট্রপক্ষ চেম্বার জজ আদালতে গেলে তা আপিল বিভাগে শুনানির জন্য নির্ধারণ করা হয়। মামলাটি বিচারিক আদালতে সাক্ষ্যগ্রহণের অপেক্ষায় আছে। ওই আদালতে ড. ইউনুসের ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
এ জাতীয় আরো খবর..