বুধবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে দুই হাজার ৯৫৯ জন হাসপাতালে ভর্তি হয়েছে। যা চলতি বছর এক দিনে আক্রান্তের সংখ্যার দিক থেকে সর্বোচ্চ। তাদের মধ্যে এক হাজার ৯৭ জন ঢাকার বিভিন্ন হাসপাতালে এবং এক হাজার ৮৬২ রোগী ঢাকার বাইরের হাসপাতালে ভর্তি হয়েছে।
এ সময়ে দেশে আরো ১২ জনের মৃত্যু হয়েছে।
তাদের মধ্যে ঢাকার বাসিন্দা সাত এবং ঢাকার বাইরের পাঁচজন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩৬৪ জনে।
বৃহস্পতিবার (১০ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ৯ হাজার ৭৯০ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন।
ঢাকার সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে চার হাজার ৪৬০ জন এবং অন্যান্য বিভাগের বিভিন্ন হাসপাতালে পাঁচ হাজার ৩৩০ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছে।
চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশে এখন পর্যন্ত ৭৮ হাজার ২৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছে। এর মধ্যে ঢাকায় ৩৯ হাজার ৯১১ জন এবং ঢাকার বাইরে চিকিৎসা নিয়েছে ৩৮ হাজার ১১৭ জন।
এ জাতীয় আরো খবর..