×
সদ্য প্রাপ্ত:
কুমিল্লায় ৬০ বিজিবির অভিযানে বিপুল পরিমাণে ভারতীয় মালামাল ও মাদকসহ আটক-১ একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন স্ত্রীকে গলাকেটে হত্যা, ৩ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড বিদেশী পিস্তলসহ ২৭ মামলার আসামী গ্রেপ্তার,গুলিবিদ্ধ —১ নবীনগরে বিলের ডুবায় বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ মানিকগঞ্জের আবাসিক হোটেল থেকে নারীর লাশ উদ্ধার আমতলীতে ৭ হাজার প্রান্তিক কৃষক পেল প্রণোদনা রাবিতে ছাত্রীদের ফুটবল প্রতিযোগিতা জীবনে একটিবারের জন্য হলেও পুরো কোরআনুল করীমের শুরু থেকে শেষ পর্যন্ত বুঝে পড়ুন—শায়খ আহমাদুল্লাহ বলেছেন, রাজশাহীতে প্রথম আলোর কার্যালয়ের সাইনবোর্ড ভাঙচুর-অগ্নিসংযোগ
  • প্রকাশিত : ২০২৩-০৮-১০
  • ৫৭ বার পঠিত
এইচএসসি পরীক্ষা পেছানো অথবা ৫০ নম্বরের পরীক্ষা নেওয়ার দাবিতে কয়েকদিন ধরেই আন্দোলন করছেন কিছু শিক্ষার্থী। দাবি আদায়ে শাহবাগ মোড় অবরোধ করেও ফল না পাওয়ায় এবার তারা ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সামনে অবস্থান নিয়েছেন।

বৃহস্পতিবার (১০ আগস্ট) দুপুরে আন্দোলনকারী শিক্ষার্থীরা কিছু সময়ের জন্য বোর্ডের সামনে অবস্থান করেন বলে কালবেলাকে জানিয়েছেন ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রণ অফিসের এক কর্মকর্তা।

তিনি জানান, আন্দোলনকারী শিক্ষার্থীরা পরীক্ষা পেছানোর দাবিতে বোর্ডের সামনে কিছুক্ষণ অবস্থান করে। এরপর তারা বোর্ডের চেয়ারম্যানকে স্মারকলিপি দিয়ে চলে যায়।

এ বিষয়ে জানতে ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকারের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তার সাড়া পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ১০-১৫ জন শিক্ষার্থী ঢাকা বোর্ডের সামনে অবস্থান করে। পরে তারা বোর্ড চেয়ারম্যান বরাবর স্মারকলিপি দেন। চেয়ারম্যান তাদের স্মারকলিপি গ্রহণ করেন এবং রোববারে এ বিষয়ে তাদের আপডেট জানানোর কথা বলেন। তখন শিক্ষার্থীরা রোববারের মধ্যে তাদের দাবি মানা না হলে আবারও বোর্ডের সামনে অবস্থানের ঘোষণা দিয়ে দুপুর আড়াইটার দিকে স্থান ত্যাগ করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat