আবু হাসান আপন নবীনগর ব্রাহ্মণবাড়ীয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে বিলের ডুবায় বিষ প্রয়োগ করে মাছ নিধনের অভিযোগ উঠেছে কাইতলা গ্রামের দুলাল মিয়ার ছেলে কবির মিয়া ও গোয়ালী গ্রামের ইব্রাহিম মিয়ার ছেলে তামিম মিয়ার বিরুদ্ধে। রবিবার সন্ধায় উপজেলার কাইতলা দক্ষিণ ইউনিয়নের গোয়ালী গ্রামের পশ্চিম পাশের বিলে আব্দুল্লাহ কামাল মেম্বারের ডুবায় এই ঘটনাটি ঘটে। এতে মাছচাষী আব্দুল্লাহ কামাল মেম্বারের প্রায় ৫ লাখ টাকা ক্ষতি হয়েছে বলে জানা যায়।
স্থানীয়রা বলেন, আব্দুল্লাহ কামাল মেম্বার বিল লিজ নিয়ে ও বিলের ডুবা ডেকে মাছ চাষ করে। গতবছরও তার লিজ নেয়া বিলে বিষ প্রয়োগ করে মাছ নিধন করেছে৷ তাদের কাউকে বিচার করা হয়নি৷ রবিবার সন্ধার সময় তার একটি ডুবায় বিষ দিয়ে মাছ নিধন করেছে। স্থানীয় মানুষজন ডুবায় নেমে ভেসে উঠা বিভিন্ন প্রজাতির দেশী মাছ ধরেছেন।মরা মাছের দুর্গন্ধে এলাকার পরিবেশ ও দূষিত হচ্ছে। যারা এই ন্যাক্কার জনক কাজ করেছে আমরা তাদের দৃষ্টান্ত মূলক শাস্তি চাই।
ভূক্তভোগী মাছচাষী আব্দুল্লাহ কামাল মেম্বার বলেন, আমি কয়েক বছর ধরে হাল বিল লিজ নিয়ে মাছ চাষ করে আসছি৷ এবছর ঋণ নিয়ে বিলের কয়েক টি ডুবায় মাছ চাষ করেছি৷ রবিবার সন্ধায় কবির মিয়া ও তামিম মিয়া আমার একটি ডুবাতে বিষ দেয়, ঐ সময় আমাকে দেখে তারা দৌড়ে পালিয়ে যায়৷ এ ঘটনায় আমার প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আমার অন্য কোনো আয়ের পথ নেই। মাছ চাষ করে যে টাকা আয় হয় সেই আয়ের টাকা দিয়ে আমার সংসার চলে। বিষয় টি গ্রামের গন্যমান্য ব্যক্তিদের অবগত করলে তারা সমাধান করতে পারেনি৷ এ ঘটনার প্রতিকার চেয়ে থানায় অভিযোগ করবো।