×
সদ্য প্রাপ্ত:
ছাত্রদের সঙ্গে পরিচ্ছন্ন চট্টগ্রাম গড়ার অঙ্গীকার মেয়র ডা. শাহাদাতের সম্মেলনে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য তকদীর হোসেন মো. জসিমের ওপর হামলা সরবরাহে কৃত্রিম সংকট তৈরিতে কঠোর পদক্ষেপ: বাণিজ্য উপদেষ্টা খুলনা আদালতের জেলা পিপি এড.তুষার, জিপি এড. জাকির ফ্যাসিস্ট আওয়ামীলীগ দেশের গণতন্ত্র ও ভোটাধিকার হরণ করে নৈরাজ্য সৃষ্টি করে --আমীর খসরু মাহমুদ চৌধুরী শ্রীপুরে বিএনপি নেতার উপর হামলা করে টাকা ছিনতাইয়ের অভিযোগ। কুড়িগ্রাম জেলায় টি আর সি পুলিশ পদে চুড়ান্ত ফলাফল প্রকাশ। ম্মেলনে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য তকদীর হোসেন মো. জসিমের ওপর হামলা। সশস্ত্র বাহিনীর বীর শহিদদের প্রতি শ্রদ্ধা প্রধান উপদেষ্টার বাংলাদেশ ট্রাম্প প্রশাসনের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে চায় : প্রধান উপদেষ্টা
  • প্রকাশিত : ২০২৩-০৮-০৮
  • ৬৬ বার পঠিত
হাজার হাজার ডলারের টিকিট বিক্রি, কনসার্টের কারণে ভূমিকম্প, কর্মীদের বোনাস—নানা কারণেই চলতি গ্রীষ্মে টেলর সুইফটের কনসার্ট খবরের শিরোনাম হয়েছে। গায়িকার এই সংগীত সফর নিয়ে ভক্তদের উন্মাদনাকে আশির দশকে মাইকেল জ্যাকসন, ম্যাডোনার ট্যুরের সঙ্গে তুলনা করেছে নিউইয়র্ক টাইমস।

২০১৮ সালে ‘রেপুটেশন স্টেডিয়াম ট্যুর’ করেছিলেন টেলর সুইফট। পাঁচ বছর পর তাঁর ‘দ্য ইরাস ট্যুর’ নিয়ে তাই ভক্তদের উন্মাদনার কমতি ছিল না। মাঝখানে দীর্ঘ সময় বেশ কয়েকটি অ্যালবাম মুক্তি পেয়েছে, কিন্তু কনসার্টে তাঁকে পাওয়া যায়নি। গত ১৭ মার্চ অ্যারিজোনার স্টেট ফার্ম স্টেডিয়ামে শুরু হয় এই কনসার্ট সফর, শেষ হবে আগামী বছর নভেম্বরে, কানাডায়। এর মধ্যেই নানা কীর্তি গড়ে ইতিহাসে নাম লিখিয়েছেন সুইফট।

ব্যবসাবিষয়ক মার্কিন সাময়িকী ইনক জানিয়েছে, প্রতি শো থেকে সুইফটের গড়ে এক কোটি ডলারের ব্যবসা হয়েছে, যা থেকে গণমাধ্যমটি পূর্বাভাস দিয়েছে, পুরো সফর থেকে আনুমানিক এক বিলিয়ন ডলারের ব্যবসা হতে পারে।

সুইফটের সবচেয়ে আলোচিত কনসার্টগুলোর মধ্যে ২২ ও ২৩ জুলাই সিয়াটলে অনুষ্ঠিত কনসার্টটি ব্যাপকভাবে আলোচিত হয়। দুই দিনের কনসার্টে ১ লাখ ৪৪ হাজার ভক্তের সমাগম হয়েছিল। কনসার্টে ভক্তদের চাপ এত ছিল যে সেটা ভূকম্পন তৈরি করে! ৩ আগস্ট থেকে লস অ্যাঞ্জেলেসের সোফি স্টেডিয়ামে গাইছেন সুইফট। এটি চলবে ৯ আগস্ট পর্যন্ত। এই কনসার্ট নিয়েও ব্যাপক উন্মাদনা দেখা যাচ্ছে। নিউইয়র্ক টাইমস এক প্রতিবেদনে মন্তব্য করেছে, ইরাস ট্যুর দিয়ে সুইফট একরকম বিশ্ব শাসন করছেন।

এই কনসার্ট নিয়ে উন্মাদনা এতটাই যে একটি টিকিটের দাম তিন হাজার ডলার পর্যন্ত উঠেছে, যা দেখে নিউইয়র্ক টাইমস–এর মনে পড়েছে মাইকেল জ্যাকসন বা ম্যাডোনার সেরা সময়কে! আশির দশকে তাঁরা যেভাবে বিনোদন দুনিয়া শাসন করতেন, সুইফটও নাকি সে পথেই আছেন। 

সুইফটের কনসার্ট দেখতে যাওয়া বিলি জোয়েল নামে এক শ্রোতা মন্তব্য করেছেন, ‘যা হচ্ছে, তার সঙ্গে আমি কেবল বিটলম্যানিয়াকেই (ব্রিটিশ ব্যান্ড দ্য বিটলসকে নিয়ে সৃষ্ট উন্মাদনা) মেলাতে পারি।’ স্ত্রী, সন্তান নিয়ে সুইফটের কনসার্টে গিয়েছিলেন বিলি জোয়েল।

সুইফট তাঁর কনসার্টের আয়ের হিসাবও গণমাধ্যমে প্রকাশ করেন না। তবে বিভিন্ন সূত্র থেকে পাওয়া তথ্য বিশ্লেষণ করে নিউইয়র্ক টাইমস–এর দাবি, প্রতি রাতে ১ কোটি ৪০ লাখ ডলারের টিকিট বিক্রি হয়।

তাঁর কনসার্ট যখন চলছে, তখন অন্য একটা রেকর্ডও নিজের করে নিয়েছেন সুইফট। গায়িকাদের মধ্যে তাঁর সবচেয়ে বেশি অ্যালবাম বিলেবার্ড হট ২০০ চার্টের শীর্ষে ছিল।
ভক্তদের জন্য বরাবরই দিলদরিয়া সুইফট। অসুখ-বিসুখ হোক বা প্রাকৃতিক দুর্যোগ, হাত বাড়িয়ে দেন গায়িকা। সুইফটের কনসার্ট নিয়ে এই মাতামাতির পেছনে সুইফট-আর্মিদের বড় ভূমিকা দেখছেন বিশ্লেষকেরা।

ইরাস ট্যুরের সঙ্গে থাকা ট্রাকচালকদের প্রত্যেককে এক লাখ ডলার অনুদান দিয়ে কয়েক দিন আগে আবারও খবরের শিরোনাম হয়েছেন সুইফট। সিএনএন জানিয়েছে, প্রতি ট্যুরেই কর্মীদের বোনাস দেন গায়িকা। কিন্তু সেটা হয় পাঁচ থেকে দশ হাজার ডলারের মধ্যে। তবে এবার তিনি যে অঙ্কের অনুদান দিয়েছেন, তা অবিশ্বাস্য।
টেলর সুইফটের এই সফর শেষ হতে আরও এক বছরের বেশি সময় বাকি। নিশ্চিতভাবেই আরও অনেক নতুন চমক আর রেকর্ডের জন্ম দেবেন তিনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat