মোঃ শফিকুল ইসলাম, গাজীপুর প্রতিনিধিঃ
গাজীপুরের শ্রীপুরে জুয়া-মাদক ব্যবসার প্রতিবাদ করায় এক বিএনপিরর নেতার উপর হামলা করেছে দূর্বৃত্তরা। বুধবার সকাল সাড়ে দশটার দিকে শ্রীপুর ব্যাংকে টাকা জমা দেওয়ার সময় শ্রীপুর -গোসিংগা আঞ্চলিক সড়কের পটকা গ্রামের শফিকের মার্কেটের সামনে। হামলা কারীরা নেতাকে এলোপাথারী পিটিয়ে কোপিয়ে ৪লাখ ১৩ হাজার টাকা ছিনতাই করে নেয়ার অভিযোগ পাওয়া গেছে।
হামলা শিকার মো. ফেরদৌস আহমেদ বাবুল(৫৫) উপজেলা পটকা গ্রামের মৃত নাজির আহমেদের ছেলে। তিনি উপজেলার গোসিংগা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক। অভিযুক্ত মো.ফারুক(৩৬)ওই গ্রামের সড়ক পাড়া এলাকার মৃত গিয়াস উদ্দিনের ছেলে। সন্ধ্যায় এ ঘটনায় থানায় অভিযোগ দিয়েছেন ওই নেতা।
জানাযায়, বুধবার সকাল সাড়ে দশটারদিকে বিএনপির ওই নেতা চারলাখ তোরো হাজার টাকা নিয়ে ব্যাংকে জমাদিতে যাচ্ছিলেন। অভিযুক্ত ফারুক অতুর্কিত ভাবে বাবুলের উপর হামলা করে কোপিয়ে পিটিয়ে ওই টাকা ছিনিয়ে নেয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
বিএনপির ওই নেতা অভিযোগ করে বলেন, ফারুক এলাকায় জুয়ার আসর বসানো,মাদক ব্যবসা সহ বিভিন্ন অসামাজিক কাজে জড়িত। ফারুকের এসব অন্যায় কাজের প্রতিবাদ করায় আমার সাথে বিরোধ সৃষ্টি হয়।ওই আক্রোসেই ফারুক অমাকে হত্যা করতে হামলা চালায়। কোপিয়ে এলেঅপাথারী পিটিয়ে গুরুত্ব আহত করে করে। আমার সাথে থাকা চারলাখ তেরোহাজার টাকা চিনিয়ে নিয়ে গেছে। ঘটনার পর থেকে অভিযুক্ত ফারুক পলাতক রয়েছে। তার মোবাইল ফোন বন্ধ থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি।
শ্রীপুর থানার পরিদর্শক(ওসি) মো. জয়নাল আবেদিন মন্ডল জানান, খবর পেয়ে ঘটনা স্থলে পুলিশ পাঠানো হয়। এবিষয়ে অভিযোগ পেয়েছি। পরবর্তি ব্যবস্থা প্রকৃয়াধিন আছে।
এ জাতীয় আরো খবর..