অপু বিশ্বাসের ফেসবুক আইডিতে তুলকালাম কাণ্ড ঘটে গেল আজ দুপুরে। আজ রোববার বেলা ৩টা ৪৫ মিনিটে তাঁর ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে হঠাৎ দেখা যায় ‘গট ম্যারিড’ স্ট্যাটাস। মুহূর্তেই সাড়া পড়ে যায় অন্তর্জালে। শাকিব খানের সঙ্গে তাঁর সম্পর্ক জোড়া লাগার গুঞ্জনের পালে যেন নতুন করে হাওয়া এই পোস্ট। কাকে, কবে বিয়ে করলেন অভিনেত্রী? এমন প্রশ্নের উত্তর মেলার আগেই উধাও হয়ে গেল ‘গট ম্যারিড’ পোস্ট। এই স্বল্প সময়ের মধ্যে পোস্টটিতে প্রতিক্রিয়া পড়ে ৫৭৪টি, ৮ মন্তব্য ও ১৬টি শেয়ার হয়।
ঘটনার বিস্তারিত জানতে বিকেল চারটায় যোগাযোগ করা হয় অপু বিশ্বাসের সঙ্গে।
এই প্রতিবেদকের কল ধরেই হেসে ফেলেন তিনি। অপু বলেন, ‘বিষয়টি (গট ম্যারিড) অনাকাঙ্ক্ষিতভাবে ঘটে গেছে। আমি ফেসবুক আপডেট দিয়েছিলাম। সে সময় এটি ঘটেছে। আমি বুঝেতেই পারিনি, এমন ঘটনা ঘটে যাবে। সঙ্গে সঙ্গেই ডিলিট করে দিয়েছি, না হয় চেক করে দেখুন।’
হাসতে হাসতে অপু বিশ্বাস আরও বলেন, ‘আমি কয়েক দিন ধরে কাজে ব্যস্ত। নতুন মুঠোফোন নিয়েছি। সময় পাচ্ছিলাম না। তাই সময় করে ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ আপডেট দিয়েছি। কিন্তু সেকেন্ডের মধ্যে ঘটনাটি ঘটে গেছে। আর স্বল্প সময়ের মধ্যে প্রচুর ফোন আসা শুরু হয়েছে। কেউ কেউ তো ফোনে শুভকামনা দিয়েছেন। হা হা হা...।’
কিন্তু তাঁর এই ‘ভুল’ নিয়ে যে অন্তর্জালে তুলকালাম কাণ্ড ঘটে গেছে, সেটা বুঝতে পারছেন কি—এমন প্রশ্নে অপু বিশ্বাস বলেন, ‘কী একটা ঘটনা ঘটে গেল। আমি যখন আপডেট দিচ্ছিলাম, পাশে আমার দুষ্টুটাও (অভিনেত্রীর সন্তান জয়) ছিল। সত্যিই আমি এটি বুঝে উঠতে পারিনি। কী আর বলব, ভুল থেকেই এখন শিক্ষা নিতে হবে। এখন থেকে ফেসবুক ব্যবহারে সতর্ক থাকব। কিছু ভুল ছোট জায়গায় আটকে থাকে না। বড় জিনিস তৈরি করে ফেলে। আজকের এই পোস্ট যদি আরও সময় ধরে আইডিতে ভাসত, তাহলে কী হতো; ভাবতেই তো ভয় পাচ্ছি এখন।’
ভক্ত-দর্শকেরা বাস্তবে কবে আপনার এমন পোস্ট দেখতে পাবেন—জানতে চাইলে এই অভিনেত্রী বলেন, ‘এটি এখনই বলব না। এত অস্তির কেন? এটি ভবিষ্যৎ বলে দেবে। যদিও এটি ভুলবশত ঘটে গেছে। তবে বাস্তবে আমার জীবনে এ ধরনের ঘটনা টেলিভিশন বা ফেসবুকে আর কখনোই প্রকাশ করতে চাই না।’
এ জাতীয় আরো খবর..