স্বাধীনবাংলা, বরিশাল প্রতিনিধি :
ইয়াবা
বিক্রয়ের অভিযোগে র্যাবের দায়ের করা মামলায় এক ব্যবসায়ীকে ১২ বছরের
কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৬
মাসের দণ্ড দেয়া হয়।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে এ দণ্ড দেন
জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. রফিকুল ইসলাম। দণ্ডিত জাকির হোসেন
হাওলাদার রায় ঘোষনার সময় পলাতক ছিল। সে গৌরনদী বড় কসবা এলাকার শাহজাহান
হাওলাদারের ছেলে।
আদালত সূত্র জানায়, ২০১৭ সালের ১৮ অক্টোবর
ঢাকা-বরিশাল মহাসড়ক সংলগ্ন গৌরনদী উপজেলার পূর্ব হাজী চান্দু হাওলাদার
বাড়ির সামনে থেকে তাকে আটক করে র্যাব-৮ এর একটি দল। এসময় তার কাছে থেকে
২২৪ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় ওই দিনই র্যাবের ডিএডি মামুনুর রশীদ
বাদী হয়ে গৌরনদী থানায় মামলা করেন।
একই বছরের ২৫ নভেম্বর জাকিরকে
অভিযুক্ত করে আদালতে চার্জশীট জমা দেয় থানার এসআই মোশাররফ হোসেন। মামলায় ১০
জনের সাক্ষ্য গ্রহণ শেষে বিচারক ওই দণ্ড দেন। রায়ের সময় আসামী পলাতক থাকায়
তার বিরুদ্ধে সাজা পরোয়ানা ও গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।