ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও এক নারীর মৃত্যু হয়েছে। গতকাল শনিবার বিকেল পাঁচটার দিকে তিনি মারা যান। ওই নারীর নাম ফরিদা (৫৫)। তিনি ফরিদপুরের মধুখালী উপজেলার বনমালিদিয়া মহল্লার বাসিন্দা আবুল হোসেনের স্ত্রী।
এর আগে এ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট চারজনের মৃত্যু হয়েছিল। তাঁরা সবাই ফরিদপুরের বাইরের বাসিন্দা। মৃতদের মধ্যে দুজন নারীসহ তিনজনের বাড়ি রাজবাড়ী জেলায় ও একজনের বাড়ি মাগুরায়। হাসপাতালটিতে চিকিৎসাধীন অবস্থায় গত ২১ জুলাই থেকে ৬ আগস্ট পর্যন্ত ১৬ দিনে মোট ৫ জনের মৃত্যু হলো।
ফরিদপুর জেলা সিভিল সার্জনের কার্যালয় থেকে দেওয়া তথ্যানুযায়ী, আজ রোববার সকাল আটটা পর্যন্ত ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালসহ জেলার বিভিন্ন হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৮১ জন রোগী ভর্তি আছেন। তাঁদের মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন ১৪৬ জন। চলতি বছরের জানুয়ারি থেকে আজ শুক্রবার পর্যন্ত ফরিদপুরে ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা ১ হাজার ৭৪১। তাঁদের মধ্যে সুস্থ হয়ে বাড়িতে ফিরে গেছেন ১ হাজার ৪৫৫ জন। এ পর্যন্ত মারা গেছেন পাঁচজন।
হাসপাতালের পরিচালক এনামুল হক আজ সকালে প্রথম আলোকে বলেন, এ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট পাঁচজনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে তিনজন নারী, একজন বৃদ্ধ ও একজন তরুণ।
এ জাতীয় আরো খবর..