মো: নাহিদ সিকদার, আশুগঞ্জ: ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের উপনির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়েছেন আশুগঞ্জের সন্তান বিল্লাল মিয়া। ব্রাহ্মণবাড়িয়া জেলার সাবেক জেলার পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার এর মৃত্যুর পর উক্ত পদটি শূন্য হলে জেলা রিটার্নিং অফিসার উক্ত পদে উপনির্বাচনের তফসিল ঘোষণা করেন। সে অনুযায়ী অদ্য ৯ই মার্চ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন, এদের মধ্যে সাবেক জেলা পরিষদ সদস্য বিল্লাল মিয়া ঘোড়া প্রতীকে, শফিকুল আলম আনারস প্রতীকে এবং হেলাল মিয়া চশমা প্রতীকে নির্বাচন করেন। উক্ত নির্বাচনে হেভি ওয়েট প্রার্থী ছিলেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও দুই বারের জেলার মেয়র হেলাল মিয়া। এদিকে বিল্লাল মিয়া ছিলেন প্রয়াত জেলা পরিষদ চেয়ারম্যান আল মামুন সরকারের জেলা পরিষদ মেম্বার। বিলাল মিয়া মেম্বার পদে পদত্যাগ করে জেলা পরিষদ প্রার্থী হয়েছিলেন। বিল্লাল মিয়া আশুগঞ্জ উপজেলার দক্ষিণ তারুয়া গ্রামের হেবজু ভূইয়ার ছেলে। বিল্লাল মিয়ার বিজয়ে আশুগঞ্জবাসী আনন্দিত। নির্বাচনে শফিকুল আলম ১৩৩, হেলাল মিয়া ৪৯০ ও বিল্লাল মিয়া ৭৪৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। মোট ভোটার ছিল ১৩৮৪ জন। এ বিজয় আশুগঞ্জবাসী নতুন জেলা পরিষদ চেয়ারম্যান বিল্লাল মিয়াকে অভিনন্দন জানিয়েছেন।
এ জাতীয় আরো খবর..