‘স্পাইডার-ম্যান’ ফ্র্যাঞ্চাইজিতে ফেরার সম্ভাবনা রয়েছে স্পাইডার-ম্যান খ্যাত অভিনেতা অ্যান্ড্রু গারফিল্ডের। ‘দ্য অ্যামেজিং স্পাইডার-ম্যান’-এর প্রথম ও দ্বিতীয় কিস্তিতে তিনি পিটার পার্কারের ভূমিকায় অভিনয় করেছেন। আসন্ন সিনেমাগুলোতে আবারও পর্দায় আসতে পারেন গারফিল্ড, এমন ইঙ্গিত মিলেছে সংবাদমাধ্যমে।
সম্প্রতি একটি সাক্ষাৎকারে গারফিল্ড বলেছেন, ‘গল্প কখনোই শেষ হয় না। স্পাইডার-ম্যান চরিত্রে অনেক সম্ভাবনাময়। অন্য গল্পের সঙ্গে এই চরিত্রের ফিরে আসার বেশ সম্ভাবনা রয়েছে।’
২০১২ ও ২০১৪ সালে ‘দ্য অ্যামেজিং স্পাইডার-ম্যান’-এ মূল ভূমিকায় অভিনয় করেছেন গারফিল্ড। বিশ্বের অন্যতম জনপ্রিয় স্পাইডার-ম্যান ফ্র্যাঞ্চাইজি হয়ে ওঠে এটি। এরপর টম হল্যান্ডের ‘স্পাইডার-ম্যান : নো ওয়ে হোম’-এ একটি ক্যামিও চরিত্রে হাজির ছিলেন গারফিল্ড।
গারফিল্ড ছাড়াও ফ্র্যাঞ্চাইজিতে ফিরে আসার আগ্রহ দেখিয়েছেন আরেক স্পাইডার-ম্যান টোবে ম্যাগুয়ার। ২০০২ সালে মুক্তিপ্রাপ্ত টোবে ম্যাগুয়ার অভিনীত ‘স্পাইডার-ম্যান’ বিশ্বব্যাপী তুমুল জনপ্রিয়তা পায়। পরে ২০১২ ও ২০১৪ সালে ওই চরিত্রে অভিনয় করেন অ্যান্ড্রু গারফিল্ড। ২০১৭ সালে ‘স্পাইডার-ম্যান হোমকামিং’-এর মাধ্যমে এই চরিত্রে দেখা যায় টম হল্যান্ডকে।
উল্লেখ্য, ২০২১ সালে মুক্তিপ্রাপ্ত ‘স্পাইডার-ম্যান নো ওয়ে হোম’ সিনেমায় এই তিন স্পাইডার-ম্যানকে একসঙ্গে দেখা গেছে।
সূত্র : মেট্রো ইউকে
এ জাতীয় আরো খবর..