গণঅধিকার পরিষদের আহ্বায়ক রেজা কিবরিয়া বলেছেন, তত্ত্বাবধায়ক সরকারের দাবি কিন্তু প্রথম আওয়ামী লীগই করেছিল। এর পক্ষে যুক্তি তারাই প্রথম দিয়েছিল। এ জন্য আন্দোলন-সংগ্রামও করেছে তারা। এই তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমেই আওয়ামী লীগ ২১ বছর পর ক্ষমতায় এসেছিল। কিন্তু যে সেতুর মাধ্যমে আওয়ামী লীগ ক্ষমতায় এসেছিল, সেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের মাধ্যমে ক্ষমতায় যাওয়ার সেতু আওয়ামী লীগ পুড়িয়ে দিয়েছে।
বৃহস্পতিবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে গণঅধিকার পরিষদ আয়োজিত গণস্বাক্ষর কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন রেজা কিবরিয়া।
রেজা কিবরিয়া আরও বলেন, তাই ক্ষমতায় যাওয়ার তত্ত্বাবধায়ক সরকারের সেই সেতু পুনরুদ্ধারে আমাদের আবারও কাজ করতে হবে, আন্দোলন-সংগ্রাম চালিয়ে যেতে হবে। সেই লক্ষ্যে এই গণস্বাক্ষর কর্মসূচি একটি গুরুত্বপূর্ণ কর্মসূচি। এক লাখ স্বাক্ষর সংগ্রহের পরিকল্পনা রয়েছে আমাদের। আশা করি, এক সপ্তাহের মধ্যে এক লাখ গণস্বাক্ষর সংগ্রহ করতে পারব।
কর্মসূচিতে আরও বক্তব্য দেন গণঅধিকার পরিষদের ভারপ্রাপ্ত সদস্য সচিব ফারুক হাসান সহ অন্যরা।
এ জাতীয় আরো খবর..