স্বাধীনবাংলা, পটুয়াখালী প্রতিনিধি:
বাংলাদেশ আওয়ামী যুবলীগপটুয়াখালী জেলা শাখার উদ্যোগে
বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। পটুয়াখালী জেলা যুবলীগের আয়োজনে
২৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল ১০ টায় শেরে-ই-বাংলা পাঠাগারে বিশেষ বর্ধিত সভায় সভাপতিত্ব সাবেক ধর্ম-প্রতিমন্ত্রী, জেলা আওয়ামীলীগের সাবেক সফল সভাপতি পটুয়াখালী জেলা সদর ১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এ্যাডঃমোঃ শাহজাহান মিয়ার সুযোগ্য সন্তান বাংলাদেশ আওয়ামী যুবলীগ পটুয়াখালী জেলার আহব্বায়ক আলহাজ্ব এ্যাড.মোঃআরিফুজ্জামান (রনি)।
বিশেষ বর্ধিত সভায় জেলা যুবলীগ পটুয়াখালী জেলার যুগ্ম-আহব্বায়কএ্যাড.মোঃশহিদুল ইসলাম (শহিদ) এর সঞ্চালনয় বিশেষ অতিথি উপস্থিত ছিলেন সদর উপজেলা যুবলীগের সভাপতি এ্যাড.মনিরুল হক লিটন শিকদার।
পটুয়াখালী সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও
সদর উপজেলা ভাইস চেয়ারম্যান এ্যাড.সৈয়দ সোহেল, পৌর যুবলীগের সভাপতি
মো: মনিরুজ্জামান, জেলা যুবলীগের সদস্য সাবেক
সদর উপজেলা ভাইস চেয়ারম্যান,মোঃমিজানুর রহমান (মনির),সদস্য আবুল বাশার সোহাগ,সদস্য আলামিন শিকদার,জেলা যুবলীগের নেতৃবৃন্দ সহ সাংগঠনিক প্রত্যেকটি উপজেলার সভাপতি ও সাধারণ-সম্পাদক উপস্থিত ছিলেন। জেলা যুবলীগের আহব্বায়ক আলহাজ্ব এ্যাডঃ আরিফুজ্জামান (রনি), নেতা কর্মীদের পরামর্শ অনুযায়ী আশ্বস্ত করে বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশ এবং কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ কমিটির
নির্দেশনা উপেক্ষা করলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে এবং কোন অনুপ্রবেশকারী সংগঠন স্থান দেয়া যাবে না, সংগঠনের নেতা কর্মীরা যদি অন্য কোন অঙ্গ সংগঠনে জড়িত থাকেন তাহলে সে পদে যোগ্য লোককে ঐ স্থানে অন্তরভুক্ত করার প্রস্তাব রাখেন।
তিনি আরো বলেন
জেলা, উপজেলা,
ইউনিয়ন এবং ওয়ার্ড কমিটি পর্যালোচনা করে কোন অনুপ্রবেশকারী সংগঠনে থাকলে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের জন্য কেন্দ্রীয় কমিটির কাছে অবহিত করব। এছাড়া সংগঠনের কোন নেতা অন্য কোন অঙ্গ সহযোগী সংগঠনে অসীন হলে সে ব্যাপারে কেন্দ্রীয় কমিটির পরামর্শ
অনুযায়ী সিদ্ধান্ত নেবো। এছাড়াও জেলা উপজেলার অন্যান্য নেতা কর্মীরা বলেন, দলে যারা অনুপ্রবেশকারী, ষড়যন্ত্রকারী আছে তাদের তালিকা প্রস্তুত করে কেন্দ্রীয় কমিটিকে অবহিত করার প্রস্তাব রাখেন।
স্বাধীনবাংলা/ শাপলা