স্বাধীনবাংলা, নিউজ ডেস্ক:
আগামীকাল রবিবার উপনির্বাচনের জন্য দলীয় প্রার্থী ঠিক করতে আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হবে। গণভবনে এই সভায় সভাপতিত্ব করবেন দলীয় প্রধান ও বোর্ডের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
পাঁচটি আসনের উপনির্বাচনে প্রার্থী হতে আওয়ামী লীগের ফরম সংগ্রহ করেছেন ১৪১ জন। প্রতি আসনে গড়ে আগ্রহী প্রার্থী ২৮ জন। সংসদীয় মনোনয়ন বোর্ডের অধিকাংশ সদস্য বয়োজ্যেষ্ঠ হওয়ায় করোনা ঝুঁকি এড়াতে এই সভা সীমিত পরিসরে হবে বলে জানা গেছে। পাবনা-৪ আসনের উপনির্বাচন ২৬ সেপ্টম্বর আর ঢাকা-৫ ও নওগাঁ-৬ আসনের উপনির্বাচন হবে ১৭ অক্টেবর। তবে, ঢাকা-১৮ ও সিরাজগঞ্জ-১ আসনে উপনির্বাচন ৯০ দিন পেছানো হয়েছে।