×
  • প্রকাশিত : ২০২৫-০২-০১
  • ৪ বার পঠিত
ওসমান গনি, গজারিয়া প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জে গজারিয়া সন্তান দৈনিক চাঁদপুর খবর পত্রিকার উপদেষ্টা ও বিশিষ্ট ব্যবসায়ী রিপন সরকার একজন পর উপকারী গরীবের বন্ধু। যিনি নিরবে নিভৃতে গরীব দুঃখী অসহায় মানুষের সেবা করে যাচ্ছেন। এরই ধারাবাহিকতায় চাঁদপুর জেলার মতলব উপজেলার বেলতলী গ্রামে ব্যক্তি উদ্যোগে মুসল্লিদের জন্য জামে মসজিদ নির্মাণ করছেন তিনি।
রিপন সরকার গজারিয়া উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়নের দক্ষিণ জামালপুর গ্রামের বাতেন সরকারে ছেলে। সে মতলব উত্তর উপজেলা বেলতলী গ্রামে মৎস্য চাষ ও টাকি মাছ বিদেশে রপ্তানির ব্যবসার সুবাদে দীর্ঘদিন ধরে তিনি বেলতলী গ্রামে বসবাস করছেন।
স্থানীয়রা জানায়, রিপন সরকার  মতলব উপজেলার বিভিন্ন এলাকায় উন্নয়ন মূলক কাজ এবং গরীব দুঃখী অসহায় মানুষের সেবা করে যাচ্ছেন। এরই ধারাবাহিকতা এলাকার মানুষের নামাজের সুবিধার্থে মসজিদ নির্মাণের চিন্তা মাথায় আনেন তিনি। এরপর থেকে বিদায়ী বছর ২০২৪ সালে ডিসেম্বর মাসে তিনি মসজিদ নির্মাণ কাজ শুরু করেন।তার এই মহৎ কাজকে সাধুবাদ জানিয়েছেন গ্রামবাসী।
স্থানীয় বাসিন্দা মিজানুর রহমান  ও আলী আকবর জানান, আমাদের গ্রামে মসজিদ ছিলো না। বাড়ি থেকে অনেক দূরে গিয়ে নামাজ পড়তে হয়। বিশেষ করে ঝড় বৃষ্টির সময় আমাদের অনেক কষ্ট হয়। আল্লাহর কাছে শুকরিয়া যে, মুসল্লিদের নামাজের সুবিধার কথা চিন্তা করে রিপন ভাই তার  লিজকৃত জায়গায় নিজস্ব অর্থায়নে মসজিদ নির্মাণ করে দিচ্ছেন। তিনি প্রমাণ করলেন যার মন যত বড় তিনি মানুষ হিসেবে তত বড়। আজীবন রিপন ভাই ও তার পরিবারের সদস্যদের জন্য  মুসল্লিরা নামাজ পড়ে দোয়া করবে।
এ সময় মসজিদ নির্মাণে অর্থদাতা বিশিষ্ট ব্যবসায়ী রিপন সরকার জানান, এলাকার ধারে কাছে মসজিদ না থাকায় তিনি অনুভব করেন মুসুল্লিদের জন্য একটা মসজিদ অতীব প্রয়োজন। তাই ব্যক্তিগত তাগিদ থেকেই তিনি এলাকার লোকজনের সাথে আলোচনা করে বেলতলী খেয়াঘাট রাস্তার পাশেই একটি সুদর্শন মসজিদ নির্মাণ করছেন। এরমধ্যে  ৭০%  মসজিদটির নির্মাণ কাজ শেষ হয়েছে। যার ডিজাইনার তিনি নিজেই। 

তিনি আরো জানান,তাঁর ব্যবসায়ী প্রতিষ্ঠান থাকুক আর নাইবা থাকুক এই মসজিদ থেকেই যাবে। মুসল্লিরা নামাজ পড়তে এসে তাঁর কথা চিন্তা করবে এটাই তাঁর বড় পাওয়া। আগামী দিনেও নতুন কিছু করার প্রত্যয় ব্যক্ত করে তিনি তাঁর মসজিদ আর ব্যবসায়ী প্রতিষ্ঠানের মঙ্গলের জন্য সবার দোয়া প্রার্থী।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat