×
  • প্রকাশিত : ২০২৫-০১-২৩
  • ১১ বার পঠিত
মো. শাহীন আলম, স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার ভীমখালী ইউনিয়নে আজ (২২ জানুয়ারি) সকালে একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একজন নিহত এবং সাতজন আহত হয়েছেন।

জানা গেছে, চানবাড়ী গ্রামের আতাউর রহমানের ছেলে শাহীনূর রহমান (৩৫) দিনমজুরির কাজে যাওয়ার সময় অটোরিকশাটি জাল্লাবাজ গ্রামের পশ্চিমে পাশামিয়ার বাড়ির কাছে রাস্তার ভাঙা অংশে পড়ে যায়। এতে গাড়িটি উল্টে নিচে পড়ে যায়। ঘটনাস্থলেই শাহীনূর রহমানের মৃত্যু হয়।

ঘটনার সময় অটোরিকশার যাত্রী সুজাতপুর গ্রামের জাহাঙ্গীর আলম (২৭) জানান, "শাহীনূর আমার পাশেই বসা ছিল। গাড়িটি রাস্তায় গর্তে পড়ার সঙ্গে সঙ্গে উল্টে যায়। আমরা সবাই আহত হই, তবে শাহীনূর বাঁচেনি। এই রাস্তায় আরও কত প্রাণ ঝরবে, আল্লাহ জানেন।"

জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্মরত মেডিকেল অফিসার ডা. আলমগীর জানান, "শাহীনূর রহমানকে আমরা মৃত অবস্থায় পাই।"

জামালগঞ্জ থানার এসআই দিলু ঘটনাস্থলে উপস্থিত থেকে নিহতের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন। থানার সেকেন্ড অফিসার পংকজ জানান, "গাড়িতে আটজন যাত্রী ছিল। খাদে পড়ে একজন নিহত এবং বাকিরা আহত হয়েছেন। সুরতহাল প্রতিবেদন শেষে মৃতদেহ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।"

স্থানীয়রা অভিযোগ করেছেন, রাস্তাটির দীর্ঘদিনের অব্যবস্থাপনার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ প্রয়োজন বলে দাবি করেন তারা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat