মোঃ রুবেল হোসেন, বাউফল প্রতিনিধি:
পটুয়াখালী জেলায় বাউফল উপজেলার (০১)নং কাছিপাড়া ইউনিয়ন এর ওয়ার্ড নং (০৫) মান্দারবন গ্রামের আলামিন গাজী পিতা :নসু গাজী এর বিরুদ্ধে অভিযোগ তোলেন তার স্ত্রী নুসরাত জাহান পিতা: মাহফুজুর রহমান ঠিকানা: টাঙ্গাইল সদর ।
নুসরাত জাহান বলেন তার সাথে আলামিন গাজীর সাথে চার বছর আগে বিয়ে হয় শুরুর দিকটা সংসার জীবনে ভালই যাচ্ছিল ছয় মাস পর থেকে তার উপর নির্যাতন শুরু হয় টাকার জন্য বিভিন্ন সময় চাপ প্রয়োগ করা হয় এমনকি তার মাথার চুল কেটে দেওয়া হয় নুসরাতের তারপরও সব কিছু চুপচাপ মেনে নিয়ে তার সাথে সংসার করে যাচ্ছিল কিন্তু তাতেও ক্ষ্যান্ত হয়নি আলামিন গাজী নিয়মিত তাকে নির্যাতন করতো এবং নুসরাত আরো বলেন তার কাছ থেকে আলামিন গাজী ৮ লক্ষ টাকা ও দুই ভরি স্বর্ণ নিয়েছে এক পর্যায়ে নুসরাতের সাথে যোগাযোগ বন্ধ করে দেয় নুসরাত এখন তিন মাসের অন্তঃসত্তা এখন সে কোথায় যাবে নুসরাত খুঁজতে খুঁজতে আল আলামিন গাজী তার গ্রামের বাড়িতে গত বৃহস্পতিবার ৩১/১০/২০২৪তারিখে আসেন এরপরে তার শ্বশুরের বাসায় উঠতে গেলে তারা বাধা দেয় এবং তাকে আলামিন গাজীর বাবা ও মা নুসরাতকে মারধর করে স্থানীয় লোকজন খবর পেয়ে তাকে সেখান থেকে উদ্ধার করে এর পরে তিনি তার চাচা শ্বশুরের বাসায় আশ্রয় নেয় বৃহস্পতিবার থেকে এখন পর্যন্ত তিনি অনশন করেন স্ত্রীর অধিকার ফিরে পেতে কিন্তু এখনো মিলেনি তার স্বামীর খোঁজ নুসরাত আরো বলেন বাউফল থানায় তিনি একটি অভিযোগ করেছেন এবং তিনি বাউফল থানা প্রশাসনের সহযোগিতা চেয়েছেন।
এ জাতীয় আরো খবর..