রিয়াজ, শেরপুর
শেরপুরের মুর্শিদপুরে দোজা পীরের দরবারে হামলা, ঘটনায় আহত একজনের মৃত্যু হয়েছে। হাফেজ উদ্দিন নামের ওই ব্যক্তি আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
হাফেজ উদ্দিনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে মৃত্যু হয় তাঁর।
আজ বৃহস্পতিবার সকাল ১০ টায় শেরপুর কুসুমহাটি জমশেদ আলী কলেজে তার জানাযা অনুষ্ঠিত হয় উপস্থিত ছিলেন হাজার তৌহিদী জনতা।
এলাকাবাসী জানায় কথিত দোজা পীর একজন ভন্ড তার কার্যকালাপ সম্পুর্ন ইসলামবিরোধী সেখানে ভন্ড দোজা পীরের পায়ে সিজদা এবং চম্মুন করে থাকে যাহা ইসলাম কখনোও সমর্থন করেনা এবং নারী পুরুষ এক সাথে মিলে চলে যত অনৈতিক কার্যকালাপ মাজারে।
এলাকাবাসী বলেন মাজারপন্থীরা বলে থাকেন দোজা পীর গায়েব জানে, তারা দোজা পীর কে হায়াতের মালিক মনে করে, দোজা পীরের নামে পশু জবাই করা হয়, দোজা পীরের মুরিদ হলে দোজা বাবা নামাজ তাদের নামাজ ইত্যাদি এই রকম ইসলামবিরোধী কথা এবং কাজ চলে কথিত ভন্ড দোজা পীরের আস্তানায়।
জানাযা শেষে তৌহিদী জনতা সবাই মিলে ভন্ড দোজা পীরের আস্তানায় ভাঙচুর চালায়
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য বিপুল পরিমাণ পুলিশ র্যাব সেনাবাহিনী মোতায়েন করা হয় কুসুমহাটি এলাকায়।
এ জাতীয় আরো খবর..