×
সদ্য প্রাপ্ত:
লস অ্যাঞ্জেলসে দাবানলে নিহতের সংখ্যা বেড়ে ২৪ ময়মনসিংহ এর অভিযানে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও ০৭ গ্রাম হেরোইনসহ গ্রেফতার ০৩ জন আবাসিক হলের ডাইনিংয়ে খাবারের মূল্য বৃদ্ধি : দুর্ভোগে শিক্ষার্থীরা ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালী অনুষ্ঠিত নাগেশ্বরীতে ৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা এবং ৯ম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড উদ্ভোধন প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন বাংলাদেশকে হুংকার শুভেন্দু অধিকারীর, ৫-৭ ড্রোন পাঠিয়ে দিলেই সব শেষ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কিলোমিটার যানজট বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৫ ইং অনুষ্ঠিত হয়, আজ প্রথমদিন ইনডোর খেলা পরিচালিত হয় উত্তরাখন্ডে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ল যাত্রীবাহী বাস, নিহত ৫
  • প্রকাশিত : ২০২৫-০১-১৩
  • ২২ বার পঠিত
মুজাহিদ হোসেন, নওগাঁ জেলা প্রতিনিধিঃ 
নওগাঁর মান্দায় প্রধান শিক্ষকের পদত্যাগের বিষয়ে তদন্তে এসে তোপের মুখে ফিরে গেলেন জেলা শিক্ষা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মোহা. আব্দুর রাজ্জাক। রোববার দুপুরে উপজেলার গোবিন্দপুর বহুমূখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদত্যাগের বিষয়টি যাচাই-বাছাইয়ের জন্য তদন্ত করতে আসেন তিনি। এসময় প্রতিষ্ঠানের মূল ফটকের সামনে গিয়ে ভেতরে প্রবশে করার সময় বহিরাগতদের তোপের মুখে পড়ে পরিস্থিতি বেগতিক দেখে তদন্ত না করেই ফিরে যান তিনি।

জেলা শিক্ষা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মোহাঃ আব্দুর রাজ্জাক বলেন, গোবিন্দপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বাদেশ আলীকে জোরপূর্বক পদত্যাগ করানো হয়েছে মর্মে অভিযোগের ভিত্তিতে নওগাঁর জেলা প্রশাসক তাকে তদন্ত কর্মকর্তা হিসেবে নিয়োগ করেছেন। সেই প্রেক্ষিতে তিনি রোববার বেলা ২ টার দিকে গোবিন্দপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অফিস কক্ষে সরেজমিনে তদন্তকার্য পরিচালনা করবেন। সে মোতাবেক গত ৭ জানুয়ারি একটি লিখিত চিঠির মাধ্যমে উক্ত তারিখ, সময় ও স্থানে বিদ্যালয়ের সকল শিক্ষক-কর্মচারীগণকে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়। অথচ, উক্ত প্রতিষ্ঠানে তদন্তের জন্য যাওয়ার খবর শুনে প্রতিষ্ঠানের মূল ফটকে তালা লাগিয়ে মোবাইল ফোন বন্ধ করে বিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করছিলেন প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষকরা। এসময় বিভিন্ন এলাকা থেকে আগত প্রায় শতাধিক বখাটে যুবক বিদ্যালয় মাঠে অবস্থান নিয়ে তারা অসৌজন্যমূলক আচরণ করাসহ তোপের মুখে ফেলে প্রতিষ্ঠানের ভিতর প্রবেশে বাঁধা প্রধান করেন। এমতাবস্থায় প্রতিষ্ঠানের মূল ফটকের সামনে গিয়ে ভেতরে প্রবশে করার সময় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আইয়ুব আলীর বেশ কিছু প্রভাবে লেলায়িত শিক্ষার্থী এবং বহিরাগতদের তোপের মুখে পড়ে তদন্ত না করেই ফিরে আসতে হয়। বিষয়টি উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এরপর বিধি অনুয়ায়ী ব্যাবস্থা গ্রহণ করবেন বলেও জানান তিনি।

এ বিষয়ে জানার জন্য গোবিন্দপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আইয়ুব আলীর মুঠোফোনে একাধিকবার কল দিয়ে তার ফোনটি বন্ধ পাওয়ায় তার মন্তব্য পাওয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat