হবিগঞ্জ জেলা প্রতিনিধি:
৪৮ ঘন্টার মধ্যে ফেসবুক পোস্ট প্রত্যাহার কওে ক্ষমা প্রার্থনা না করলে সাংবাদিক জুলকার নাইনের বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনে মামলার হুশিয়ারি দিলেন বিএনপির নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক জিকে গউছ।
শনিবার সকাল ১১টায় হবিগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এই হুশিয়ারি দেন বিএনপি নেতা ও হবিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, গত ২১ ডিসেম্বর রাতে জুলকার নাইন সায়ের সামি তার ভেরিফাইড ফেসবুক পেজে তিনি এবং তার ভাইদের জড়িয়ে বিশেষ গোয়েন্দা সংস্থার প্রতিবেদনের বরাত দিয়ে একটি পোস্ট করেন। ওই পোস্টে জিকে গউছ এবং তার ভাইদের বিরুদ্ধে মামলার ভয় দেখিয়ে টাকা আত্মসাত, দলীয় নেতাকর্মীদের হয়রানী, টেন্ডরবাজী, স্ট্যান্ড দখলসহ বিভিন্ন অভিযোগ আনেন।
গউছ বলেন, জুলকার নাইন প্রবাসে অবস্থান করে তার বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রচার ও প্রকাশ করেছেন। ব্ল্যাক মেইল করার উদ্দেশ্যে অথবা টাকার বিনিময়ে তার সুনাম ক্ষুন্ন ও অপমান-অপদস্ত করার উদ্দেশ্যে এই মিথ্যা তথ্য প্রচার ও প্রকাশ করেছেন।
তিনি বলেন, আগামী সংসদ নির্বাচনে তিনি হবিগঞ্জ ৩ আসনের দলীয় মনোনয়ন প্রত্যাশী এজন্য নির্বাচনের আগে তার বিরুদ্ধে নানা ষড়যন্ত্রও চলছে।
সংবাদ সম্মেলনে জাতীয়তবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় সহ-সভাপতি এড. আমিনুল ইসলাম, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মিজানুর রহমান চৌধুরী, এড. নুরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিক ছাড়াও বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এ জাতীয় আরো খবর..