×
সদ্য প্রাপ্ত:
রাণীনগরে প্লাস্টিকের বস্তায় চাল রাখায় ব্যবসায়ীর অর্থ দন্ড ভোলাগঞ্জ রেলওয়ে সংরক্ষিত বাঙ্কারে গর্ত খুঁড়ে পাথর উত্তোলন; গর্ত ধসে একজনের মৃত্যু বান্দরবানে দুর্বৃত্তের গুলিতে এক নারী গুরতর আহত লস অ্যাঞ্জেলসে দাবানলে নিহতের সংখ্যা বেড়ে ২৪ ময়মনসিংহ এর অভিযানে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও ০৭ গ্রাম হেরোইনসহ গ্রেফতার ০৩ জন আবাসিক হলের ডাইনিংয়ে খাবারের মূল্য বৃদ্ধি : দুর্ভোগে শিক্ষার্থীরা ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালী অনুষ্ঠিত নাগেশ্বরীতে ৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা এবং ৯ম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড উদ্ভোধন প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন বাংলাদেশকে হুংকার শুভেন্দু অধিকারীর, ৫-৭ ড্রোন পাঠিয়ে দিলেই সব শেষ
  • প্রকাশিত : ২০২৪-১২-১৫
  • ৩৯ বার পঠিত
মোঃ সোহরাব হোসেন, বরগুনা প্রতিনিধি:
বরগুনার আমতলী- পটুয়াখালী আঞ্চলিক মহাসড়কে সুরভী পরিবহন নামের একটি দূরপাল্লার যাত্রীবাহী বাস দূর্ঘটনায় রিমা আক্তার (৪১) নামে এক নারী  নিহত হয়েছে। আহত হয়েছে  শিশু নারীসহ ৪ জন। আহতদের বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করা হয়েছে। 
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার (১৫ ডিসেম্বর) ভোর ৫ টার দিকে আমতলী- পটুয়াখালী আঞ্চলিক মহাসড়কের আমতলীর তুলার মিল নামক স্থানে ঢাকা থেকে কুয়াকাটার উদ্দেশ্যে ছেড়ে আসা নাইটকোর্চ সুরভি পরিবহন (ঢাকা মেট্রো ব- ১৩-২৩৪২) ঘন কুয়াশার কারনে দূর্ঘটনায় পতিত হয়ে সড়কের পাশে একটি খাদে পড়ে যায়। 
ওই দূর্ঘটনায় একই পরিবারের দুই শিশু আহত হয় ও শিশুদের মা রিমা আক্তার ঘটনাস্থলেই নিহত হয়। দূর্ঘটনায় অন্য আহতরা হলেন মা আকলিমা (৪৭) এবং মেয়ে সানজিদা (২৩)। 
নিহত নারী রিমা আক্তারের বাড়ী যশোর জেলায়। তার স্বামী একটি গার্মেন্টসে চাকুরি করার সুবাদে ঢাকার সাভারে পরিবারসহ বসবাস করতো। নিহত নারী তাঁর স্বামী ও শিশুদেরকে নিয়ে কুয়াকাটা সমুদ্র সৈকতে যাচ্ছিলেন। 
নিহত নারী রিমার স্বামী মামুনুর রশিদ বলেন, দূর্ঘটনার সময় তারা সকলে ঘুমে ছিলেন। হঠাৎ ঝাঁকুনিতে ঘুম ভেঙে গেলে দেখেন বাসটি দূর্ঘটনার শিকার হয়েছে। দূর্ঘটনায় তাঁর স্ত্রী রিমা নিহত হলেও আড়াই বছরের ছেলে রাইয়ান এবং ৬ বছরের মেয়ে মালিহা মারাত্মকভাবে আহত হয়েছে। তিনি তার স্ত্রীর মরদেহ আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রেখে আহত  শিশুদের নিয়ে বরিশাল শেবাচিম হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে গেছেন। 
আমতলী ফায়ার সার্ভিস স্টেশন ইনচার্জ মোঃ হানিফ মুঠোফোনে বলেন ভোররাতে কুয়াকাটাগামী সুরভী পরিবহন দূর্ঘটনার শিকার হয়। এতে ১ জন নিহত ও ৪ জন আহত হয়। আহতদের উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নেয়া হয়। এদের মধ্যে একজন নারীর মৃত্যু হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat