- প্রকাশিত : ২০২৫-০১-১২
- ১৫ বার পঠিত
কিশোরগঞ্জ প্রতিনিধি,
কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা বিএনপির কাউন্সিলকে ঘিরে দলটির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় রাউতি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আবুল হাসান রতন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ১০ জন।রবিবার (১২ জানুয়ারি) সকাল ১১টার দিকে রাউতি ইউনিয়নের বানাইল বাজারে এ ঘটনা ঘটে।ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন তাড়াইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল মিয়া। পুলিশ সুত্রে জানা যায়, শনিবার সম্মেলনের মাধ্যমে রাউতি ইউনিয়ন বিএনপির নতুন কমিটি গঠন করা হয়। এতে সভাপতি নির্বাচিত হন গিয়াসউদ্দিন। কিন্তু ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি এ কমিটি মেনে না নিলে এ নিয়ে দুই পক্ষের মধ্যে বাগবিতণ্ডা হয়। এরই জের ধরে রবিবার সকাল ১১টার দিকে দুই পক্ষের লোকজন সংঘর্ষে লিপ্ত হন। এতে প্রতিপক্ষের ছুরিকাঘাতে গুরুতর আহত হন ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আবুল হাসান রতনসহ পাঁচ জন।আহতদের মধ্যে ৫ জনকে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত ডাক্তার রতনকে মৃত ঘোষনা করেন। এ নিয়ে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।ঘটনাস্হলে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা রয়েছে। উক্ত ঘটনার কারনে আজ জেলা বিনপির দপ্তর সম্পাদক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বেল তাড়াইল উপজেলা বিএনপির সম্মেলন স্হগিত করা হয়েছে।অবশ্য বিজ্ঞপ্তি তে অনিবার্য কারনের কথা উল্লেখ করা হয়েছে।
আবুল হাসানের মরদেহ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজের মর্গে পাঠানো হচ্ছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এখনো কাউকে আটক করা যায়নি।
নিহত আবুল হাসানের ভাগনে শামীম মিয়া প্রথম আলোকে বলেন, ‘কাউন্সিলকে ঘিরে তারা মামাকে পরিকল্পিতভাবে হত্যা করেছে। এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে।’
এ বিষয়ে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মাজহারুল ইসলাম বলেন, বিষয়টি খুবই দুঃখজনক। বিএনপির নেতারা বিষয়টি নিয়ে শোকাহত। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের বিষয়ে দলীয় ব্যবস্থা নেওয়া হবে।
নিউজটি শেয়ার করুন
এ জাতীয় আরো খবর..