পুলিশের অনুমতি না পাওয়ায় আজ মঙ্গলবার রাজধানীতে সমাবেশ করবে না বাংলাদেশ জামায়েতে ইসলামী। এর পরিবর্তে আগামী ৪ আগস্ট সমাবেশের নতুন দিন ঘোষণা করেছে দলটি।
দলটির পক্ষ থেকে বলা হয়,
আমরা সংঘাত-সংঘর্ষ চাই না। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। তাই সংঘাত এড়ানোর লক্ষ্যে আমরা আজকের কর্মসূচি স্থগিত করে আগামী ৪ আগস্ট শুক্রবার রাজধানীতে পুনরায় শান্তিপূর্ণ সমাবেশের কর্মসূচি ঘোষণা করছি।
এর আগে গত ২৪ জুলাই জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর অধ্যাপক মুজিবুর রহমান সংবাদ সম্মেলনের মাধ্যমে ১ আগস্ট দুপুরে বায়তুল মোকাররমের উত্তর গেটে বিক্ষোভ-সমাবেশ কর্মসূচির ঘোষণা দেন। কেয়ার টেকার সরকার পুনর্বহাল, আলেম-ওলামা ও জামায়াত আমিরের মুক্তি এবং সরকারের পদত্যাগ দাবিতে এ বিক্ষোভ কর্মসূচির জন্য তারা ব্যাপক প্রস্তুতি নেয় বলে জানা যায়।
তবে তাদের কর্মসূচি পালনের অনুমতি দেয়নি ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। গতকাল (সোমবার) ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক স্পষ্ট জানিয়ে দেন, এদিন জামায়তকে বিক্ষোভ-সমাবেশের অনুমতি দেয়া হবে না।
এর মধ্যেই আজ (মঙ্গলবার) সকাল ১১টায় এক জরুরি সংবাদ সম্মেলন ডাকে দলটি। সেখান থেকে সমাবেশের নতুন দিন ঘোষণা করা হয়।
এ জাতীয় আরো খবর..