এহসানুল মাহবুব সাজিদ
প্রতিনিধি, দেওয়ানগঞ্জ (জামালপুর)
দেওয়ানগঞ্জ পৌরসভার পাম্পুতলা এলাকা থেকে খোরশেদ আলম ওরফে আলম ডাকাত (৫৪) নামের এক ব্যক্তির কাছ থেকে একটি দেশীয় পাইপগান ও একটি কার্তুজ উদ্ধার করেছে দেওয়ানগঞ্জ মডেল থানা পুলিশ। গত শুক্রবার রাত ৯ টায় ।
দেওয়ানগঞ্জ মডেল থানা সূত্র জানায়, গোপন তথ্যের ভিত্তিতে জানা যায় অস্র উদ্ধারকৃত ঘটনাস্থল এলাকায় আমলযোগ্য অপরাধ ঘটার কথা ছিলো। সেই সূত্রধরে অভিযুক্তের দেহ তল্লাশি করে অস্র ও কার্তুজ পাওয়া যায়।
দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হাসান বলেন, আজকের অস্র মামলা সহ আলমের বিরুদ্ধে মোট সাতটি মামলা রয়েছে । দুটি অস্র মামলা,দুইটি চোরাচালান, একটি হত্যামামলা, একটি দষ্যুতা ও একটি মাদক মামলা।
এ জাতীয় আরো খবর..