এম. এ. হাসনাত, আজমিরীগঞ্জ(হবিগঞ্জ) প্রতিনিধিঃ
হবিগঞ্জের আজমিরীগঞ্জ পৌর এলাকার রামকৃষ্ণ মিশন সংলগ্ন মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের পিছনে সরকারের মালিকাধীন জায়গা দখল করে পাকা স্থাপনা নির্মাণের উদ্যোগ নেয় জ্যোৎস্না নামে এক মহিলা। এরই প্রেক্ষিতে উক্ত ভিটায় মাটিভরাটের কাজ শুরু করে। পরবর্তীতে ভরাটকৃত জায়গায় বেইজ ঢালাইয়ের মাধ্যমে পাকা পিলার নির্মাণের কাজ শুরু করে।
এদিকে খবর পেয়ে, সহকারী কমিশনার ( ভূমি) মোঃ মুজিবুল ইসলাম পাকা স্থাপনা নির্মাণে একাধিকবার নিষেধাজ্ঞা আরোপ করেন। কিন্তু ওই নিষেধাজ্ঞা কোন রকম কর্ণপাত না করে অর্থাৎ বাঁধা অমান্য করে জোরপূর্বক পাকা স্থাপনার নির্মাণকাজ অব্যাহত রাখেন। এদিকে নিষেধাজ্ঞা অমান্য করে পাকা স্থাপনার নির্মাণকাজ অব্যাহত রাখার খবর পেয়ে, আজ মঙ্গলবার বিকেল আনুমানিক ৫ ঘটিকায় আবারও ঘটনাস্থলে ছুঁটে যান সহকারী কমিশনার ( ভূমি) মোঃ মুজিবুল ইসলাম। এ সময় মালিক জ্যোৎস্না সহ নির্মাণ শ্রমিকরা দৌঁড়ে ঘটনাস্থল থেকে আত্মগোপন করে। এ সময় পাকা স্থাপনা ভেঙ্গে দেয়ার নির্দেশ দেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মুজিবুল ইসলাম। একই সময় হ্যামার দিয়ে পাকা দেয়াল ভেঙ্গে দেয়া হয়। পরবর্তীতে আবারও নিষেধাজ্ঞা জারি করা হয়।
এ ব্যাপারে সহকারী কমিশনার (ভূমি) মোঃ মুজিবুল ইসলাম বলেন, সরকারি জায়গা উদ্ধারে অভিযান অব্যাহত থাকবে।
এ জাতীয় আরো খবর..